হোলির দিনে জমজমাট প্রচার, বাগযুদ্ধে পক্ষ-প্রতিপক্ষের প্রার্থীরা


মঙ্গলবার,২৬/০৩/২০২৪
700

হোলির দিনে জমজমাট বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই প্রচারে ঝড় তুললেন প্রার্থীরা। কেউ প্রচারে তুলে ধরলেন বাংলার উন্নয়নের কথা, বিভিন্ন পরিষেবার কথা। কেও প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ শানালেন। বাগযুদ্ধে জড়ালেন ডান-বাম সব দলের প্রার্থীরা।
কলকাতা থেকে জেলা – হোলির দিন নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আর সেই সঙ্গে অব্যাহত রইল বাগযুদ্ধ। সাধারণ মানুষের কাছে প্রার্থীরা পৌঁছে দিলেন দলের বার্তা। শুনলেন সাধারন মানুষের কথা। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি বা বাম – সব দলের প্রার্থীরাই বিভিন্ন লোকসভা কেন্দ্রে হোলির দিন জনসংযোগ সারলেন। বীরভূম লোকসভা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় নিজের লোকসভা কেন্দ্রে দলীয় সভায় যোগ দেন। তার এলাকার অনেক দেওয়াল লিখনে উঠে এসেছে অনুব্রত মণ্ডলের নাম। সঙ্গে স্লোগান ‘খেলা হবে’। শতাব্দী রায় বললেন সাধারন মানুষের আবেগ ফুটে ওঠে দেওয়াল লিখনে।
পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার সকাল সকাল প্রচারে বের হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরেন মানুষের সামনে। প্রার্থী বলেন, বাংলার এমন কোন পরিবার নেই যে রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধা পাননি।
হোলির দিন সকাল সকাল প্রচার সারেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন প্রচারে নামেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছে যান সিপিএমের বর্শিয়ার নেতা তড়িৎ বরন্ত দারের বাড়িতে।
বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় নাম থাকার পর দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রচারে নামলেন দেবশ্রী চৌধুরী। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীও এদিন নিজের কেন্দ্রে ভোট প্রচারে নামেন। ভোট প্রচারে নেমে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ প্রতিপক্ষ সুজাতা মন্ডল এর বিরুদ্ধে সরব হন। পাল্টা জবাব দেন তৃণমূল প্রার্থী। হোলির দিনে সব দলের প্রার্থীদের প্রচারে জমজমাট হয়ে ওঠে ভোটযুদ্ধের আসর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট