‘তপশিলির সংলাপ’ কর্মসূচিতে ১৫০ টি গাড়ি ঘুরবে, দেড় কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা তৃণমূলের


মঙ্গলবার,১২/০৩/২০২৪
511

এসসি-এসটি এবং ওবিসি সেলের প্রতিনিধিদের নিয়ে নজরুল মঞ্চে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে বিশেষ প্রচারাভিযান কর্মসূচির সূচনা করলেন তিনি। ‘তপশিলির সংলাপ’ কর্মসূচিতে ১৫০ টি গাড়ি ঘুরবে এলাকায় এলাকায়। দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যমাত্রা।

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নয়া কর্মসূচি। সিএএ কার্যকর করে বিজেপি যখন প্রচারের আলো পেতে মরিয়া তখন রাজ্য ও দেশের তপশিলি জাতি ও উপজাতি মানুষের দুয়ারে পৌঁছানোর লক্ষ্য তৃণমূলের। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে ‘তপশিলির সংলাপ’ কর্মসূচির সূচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তপশিলি জাতি ও উপজাতি নেতৃত্বের কাছে অভিষেকের বার্তা, জনসংযোগ আরও বাড়াতে হবে। শুনতে হবে সাধারণ মানুষের কথা। তুলে ধরতে হবে কেন্দ্রীয় বঞ্চনার তথ্য। রাজ্যজুড়ে আগামী ১৫ মার্চ থেকে প্রচারাভিযান কর্মসূচি শুরু হচ্ছে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট