বিদ্রোহী কুনালের নেতৃত্বে ব্রিগেড প্রস্তুতি মিছিল, ইনডোর নয়, আউটডোরে লড়াইয়ের বার্তা


শনিবার,০২/০৩/২০২৪
778

উত্তর কলকাতার এক নেতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন কুনাল ঘোষ। এমনকি দলের মুখপাত্র ও সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন। নাম না করে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ করেছেন। বিদ্রোহী কুনাল ঘোষকে নিয়ে যখন রাজনৈতিক ময়দান তোলপাড় সেই সময় জল্পনা ছড়ায় কুনাল কোন পথে? এইরকম এক সময়ে ব্রিগেড সমাবেশের সমর্থনে পথে নামেন তিনি।


আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস ব্রিগেড সমাবেশ সফল করতে পথে নেমেছে। কলকাতাতেও শুরু হয়েছে ব্রিগেডের সমর্থনে একাধিক কর্মসূচি। শনিবার তৃণমূল নেতা কুনাল ঘোষের নেতৃত্বে উত্তর কলকাতায় সংগঠিত হল মিছিল। বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলররাও অংশ নিয়েছিলেন মিছিলে। ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের আহ্বান জানান কুনাল ঘোষ সহ তৃণমূলের নেতারা। রাজাবাজার থেকে এই মিছিল শুরু হয়ে শিয়ালদা শ্রদ্ধানন্দ পার্কে শেষ হয়। কুনাল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের আবেগে মাঠ ভরে উঠবে। যাদের রক্তে তৃণমূল কংগ্রেস রয়েছে দলে দলে যোগদান করুন ব্রিগেডের সমাবেশে। উত্তর কলকাতার প্রত্যেকটি বুথে বুথে কর্মসূচি নেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। ইনডোর নয়, আউটডোরে থেকে সমাবেশ জন প্লাবনে পরিণত করা হবে। এদিন কুনাল ঘোষ স্পষ্টতই আরও একবার কড়া বার্তা দিলেন। তুলে ধরলেন তৃণমূলের আবেগের কথা। বললেন আবেগ ভরাবে ব্রিগেডের মাঠ। আউটডোরে আমরা আছি। কে ডাকল কী ডাকল না সে নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট