পশ্চিমবঙ্গের একাধিক লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। রাজ্যের শাসক দল যখন প্রার্থী বাছায়ে ব্যস্ত সেই সময় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। গতবারের বিজয়ী প্রার্থীদের অধিকাংশ এবার টিকিট পেয়েছেন। বেশ কয়েকটি আসনে উঠে এসেছে নতুন মুখ। আসানসোলে চমক বিজেপির। প্রার্থী করা হয়েছে বিহারের ভোজপুরি সিনেমার নায়ক পবন সিং কে। গত লোকসভা নির্বাচনে এই আসনে নির্বাচিত হয়েছিলেন গায়ক বাবুল সুপ্রিয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। উপ নির্বাচনে বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার কাছে বিজেপি পরাজিত হয়। এবার এই আসনে ভোজপুরি সিনেমার নায়কের উপর ভর করে পুনরুদ্ধারের চেষ্টা বিজেপির। বেশ কয়েকটি আসনে বহিরাগত প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে খুব ছড়িয়ে পড়েছে। হুগলিতে লকেট চট্টোপাধ্যায় কে প্রার্থী হিসেবে চাইছিলেন না ওই এলাকার বহু দলীয় নেতা কর্মী। এবারও ওই আসন থেকে লড়াই করছেন লকেট চট্টোপাধ্যায়। এই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়। আসানসোলে বহিরাগত প্রার্থী নিয়োগ বিভিন্ন মহলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এক নজরে দেখে নেওয়া যাক বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকা:
কোচবিহার – শ্রী নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার – শ্রী মনোজ টিগ্গা
বালুরঘাট – ড. সুকান্ত মজুমদার
মালদা উত্তর – শ্রী খগেন মুর্মু
মালদা দক্ষিণ – শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী
বহরমপুর – ড. নির্মল কুমার সাহা
মুর্শিদাবাদ – শ্রী গৌরী শঙ্কর ঘোষ
রানাঘাট – শ্রী জগন্নাথ সরকার
বনগা – শ্রী শান্তনু ঠাকুর
জয়নগর – শ্রী অশোক কান্ডারী
যাদবপুর – ড. অনির্বাণ গাঙ্গুলি
হাওড়া – ড. রথীন চক্রবর্তী
হুগলি – শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়
কাঁথি – শ্রী সৌমেন্দু অধিকারী
ঘাটাল – শ্রী হিরন্ময় চট্টোপাধ্যায়
পুরুলিয়া – শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো
বাঁকুড়া – ড. সুভাষ সরকার
বিষ্ণুপুর – শ্রী সৌমিত্র খাঁ
আসানসোল – শ্রী পবন সিং
বোলপুর – শ্রীমতী প্রিয়া সাহা
ঘাটাল আসনে বিজেপি চমক অভিনেতা হিরণ। এই আসন থেকে তৃণমূলের হয়ে বিজয়ী হয়ে আসছেন অভিনেতা দেব। দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন এই হিরণ। এবার প্রার্থী তালিকায় তাঁকেই রেখেছে বিজেপি। কাঁথি লোকসভা আসনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী কে প্রার্থী করেছে। এই আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে গত লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন সৌমেন্দু ও শুভেন্দুর বাবা শিশির অধিকারী। বর্তমানে শিশির বাবু বিজেপিতে।
ASIAN Men's MEXICO-11 Casual Sneaker Shoes with Synthetic Upper Lightweight Comfortable Mid Top Sneaker Shoes for Men's & Boy's
₹799.00 (as of রবিবার,১৬/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)Dot & Key Strawberry Dew Do-it-all Moisturizer - 15g
Now retrieving the price.
(as of রবিবার,১৬/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)