পশ্চিমবঙ্গে ৪২ টি লোকসভা আসনের প্রায় অর্ধেক আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আগামী ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ। তার আগেই তার থেতালিকা প্রকাশ করতে পারে ঘাসফুল শিবির। আগামী শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তৃণমূল সূত্রে খবর এবারের প্রার্থী তালিকায় নানান চমক থাকবে। আবার প্রার্থী তালিকায় বাদ পড়বেন অনেক সাংসদ। বিশেষ করে বর্ষীয়ান কয়েকজন সাংসদকে এবার দল প্রার্থী করবে না। সূত্রে খবর উত্তর কলকাতায় এবার প্রার্থী হতে চলেছেন একজন মহিলা। বাদ পড়তে চলেছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তর কলকাতার একাধিক নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য নাম কুনাল ঘোষ, তাপস রায়। ওই কেন্দ্র থেকে এবার প্রার্থী হতে পারেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। দমদম লোকসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী হচ্ছেন না সৌগত রায়। ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ডাক্তার শান্তনু সেন। এবার রাজ্য সভায় শান্তনুকে টিকিট দেয়নি দল। তাকে লোকসভায় প্রার্থী করবে বলেই রাজ্য সভাতে প্রার্থী দেওয়া হয়নি বলে তৃণমূলের একটি সূত্রের খবর। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী হতে পারছেন না অভিনেত্রী নুসরত জাহান। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। দক্ষিণ কলকাতাতে মালা রায় ফের প্রার্থী হতে চলেছেন। বারাসাত থেকে ফের দেখা যেতে চলেছে কাকলি ঘোষ দস্তিদারকে। কৃষ্ণনগরের প্রার্থী হতে চলেছেন মহুয়া মৈত্র। কত লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে পরাজিত হয়েছিল তৃণমূল।
এই কেন্দ্র থেকে এবার তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আবির রঞ্জন বিশ্বাস। রাজ্যসভা সাংসদ ছিলেন আবির। শান্তনু সেনের মতন এবার আবির কেকেও রাজ্যসভায় টিকিট দেয়নি দল। তাকে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করতে চলেছে বলে সূত্রের খবর। মতুয়া আন্দোলনের অন্যতম নেতা মুকুল বৈরাগী এবার প্রার্থী হতে পারেন বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে। এই কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে বিজেপির শান্তনু ঠাকুর নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে উদয়ন গুহকে। ঘাটাল থেকে এবারও প্রার্থী হচ্ছেন অভিনেতা দেব। আসানসোল থেকে প্রার্থী হতে চলেছেন শত্রুঘ্ন সিনহা। বীরভূম থেকে এবারও প্রার্থী হতে চলেছেন শতাব্দী রায়। ঝাড়্গ্রাম কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে। কুনাল ঘোষ পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বলে তৃণমূলের একটি সূত্রের খবর। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন অর্জুন সিং। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীবদল হচ্ছে না তৃণমূলের। জয়নগর লোকসভা কেন্দ্র থেকে এবারও প্রার্থী হতে চলেছেন প্রতিমা মন্ডল। যাদবপুরে এবার প্রার্থীবদল হতে চলেছে তৃণমূলের। এখনো চূড়ান্ত নয় কে প্রার্থী হবেন এই কেন্দ্র থেকে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আবারো প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…
আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…
১০ জানুয়ারি ২০২৫ এর বই মেলা উপলক্ষে বাজারে এসেছে কবি এ কে সরকার শাওনের প্রথম…
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমের আবহাওয়া রইবে বিশেষভাবে পরিবর্তনশীল। পার্বত্য অঞ্চল ও…
রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল…
জাতীয় নির্বাচন কমিশন আজ দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে। দুপুর ২টায় এক সাংবাদিক সম্মেলনের…