‘আমাদের সরকার থাকলে এনকাউন্টার করতাম’, হুমকি সুকান্তর


মঙ্গলবার,১৩/০২/২০২৪
1038

বিজেপি রাজ্য সভাপতি গলায় ‘এনকাউন্টার তত্ব’। সন্দেশখালি ইস্যুতে মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন ‘আমাদের সরকার থাকলে এনকাউন্টার করা হতো’। গত কয়েকদিনে সন্দেশখালির পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাজ্য প্রশাসন একাধিক উদ্যোগ নিয়েছে। রাজ্য পুলিশের তৎপরতায় সেখানে শান্তি ফিরেছে। ইন্টারনেট পরিষেবা ফের চালু করা হয়েছে। সন্দেশখালিতে শান্তি বজায় রাখতে তৎপর প্রসাশন। অপরাধীদের রেয়াত নয়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের শীর্ষ কর্তারা কথা বলছেন বাসিন্দাদের সঙ্গে। পুলিশের শীর্ষ আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভিযোগ গ্রহণ করার কথা বলেছেন। কোন অভিযোগ জমা পড়লে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এখনো পর্যন্ত চারটি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন পুলিশকর্তারা। এইসব অভিযোগের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তখন সন্দেশখালি নিয়ে অব্যাহত বিরোধীদের রাজনীতি। সোমবার বিজেপি বিধায়করা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। মঙ্গলবার ফের বিজেপির নেতৃত্বে এসপি অফিস অভিযান। সন্দেশখালি নিয়ে কংগ্রেস ও সিপিএমের কর্মসূচি।এলাকায় শান্তি বজায় রাখতে কড়া প্রশাসন। বসিরহাট এসপি অফিস সংলগ্ন ৫০০ মিটার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সন্দেশখালিতে প্ররোচনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের। আর তাই এনকাউন্টার তত্ত্ব বিজেপি রাজ্য সভাপতির গলায়। যে এনকাউন্টার তত্ত্ব উত্তরপ্রদেশে বিজেপির কালচার। এবার বাংলার রাজনীতিতেও সেই এনকাউন্টার হুমকি বিজেপি রাজ্য সভাপতির গলায়। কড়া সমালোচনা করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। গণতন্ত্র বিরোধী মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি। মন্তব্য করলেন কুনাল ঘোষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট