রাজনৈতিক চর্চা, রাজনৈতিক জল্পনায় নিজেই জল ঢেলে দিলেন। প্রকাশ্যে জানিয়ে দিলেন, তৃণমূলে কোনও দু’টো দল নেই’। সামাজিক মাধ্যমে অভিষেকের বার্তা, ‘তৃণমূলে কোনও দু’টো দল নেই’। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোথাও কোনরকম পদ্ধতিগত মতপার্থক্য, মতানৈক্য থাকতেই পারে, তবে সেটা ব্যক্তিগত নয়।’ লোকসভা ভোটের মুখে সব জল্পনার অবসান ঘটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেইসঙ্গে দ্বিধাবিভক্ত কর্মী সমর্থকদের কাছেও অবস্থান স্পষ্ট করলেন। পাশাপাশি নিন্দুকদের মুখও বন্ধ করে দিলেন স্পষ্ট ঘোষণার মধ্য দিয়ে। দলের একাংশের মতে, তৃণমূলের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে তৃণমূল দুটো দলে পরিনত হয়েছে বলে প্রচার চালাচ্ছিল বিরোধীরা। সেই সুযোগ কাজে লাগাতে চাইছিল। নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে সব জল্পনার জল ঢেলে দিলেন অভিষেক।
অভিষেকের বার্তা, ‘তৃণমূলে কোনও দু’টো দল নেই’
শনিবার,১০/০২/২০২৪
1040