মোহনানন্দ ব্রহ্মচারী শিশু সেবা প্রতিষ্ঠান ফিরে এল নতুন রূপে। দুস্থ দরিদ্র মানুষের সেবায় এই স্বাস্থ্য কেন্দ্র যেন নতুন প্রাণ পেল। বেহালা জেমস লং সরণীতে অবস্থিত এই সেবা প্রতিষ্ঠান ছিল ওই এলাকার গরিব মানুষের সহায়। আর্থিক সংকটের কারণে বেহাল হয়ে উঠেছিল পরিষেবা। ৪০ বছর আগে এই প্রতিষ্ঠানের প্রাণ পুরুষ ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুনীল কুমার নাগ। বর্তমানে এই প্রতিষ্ঠানকে নতুনরূপে পরিষেবা দিতে দায়িত্ব নিয়েছেন তারই যোগ্যশরিক পুত্র বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ ডাঃ সুরঞ্জন নাগ। মোহনানন্দ ব্রহ্মচারী শিশু সেবা প্রতিষ্ঠানে নতুন রূপে যাত্রা শুরুতে এক অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি কাকলি বাগ, প্রতিষ্ঠানের সভাপতি হরনাথ চট্টোপাধ্যায়,রণজিৎ আদিত্য চৌধুরী,ডাঃ প্রতিহার,ডাঃ রচিনেন্দ্র সরকার,ডাঃ হিমাংশু চৌধুরী, ডাঃ হিমাদ্রী হালদার থেকে রোটারিয়ান প্রভাত ভানু পাল,লায়ন সুজিত ঘোষ সহ বিভিন্ন সমাজ কর্মী, চিকিৎসক, ব্যবসায়ী সংগঠক ,প্রশাসনিক আধিকারিক ও গুনিজনেরা। শিশুদের অভিবাবক থেকে স্থানীয় মানুষের মুখে ভরসার ছবি ধরা পড়ল।
নবরূপে শিশু সেবা প্রতিষ্ঠান
শুক্রবার,০৯/০২/২০২৪
726