লেখাপড়ায় ঝোঁক বেড়েছে বন্দীদের


বুধবার,০৭/০২/২০২৪
527

জেলবন্দীদের পড়াশোনার জন্য বিশেষ উদ্যোগ কারা দফতরের। কারামন্ত্রী অখিল গিরি জানান, ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় এরকম বহু জেলবন্দী পড়াশুনার জন্য ভর্তি হয়েছেন। জেলবন্দিতে পড়াশোনায় আগ্রহ বাড়াতে একাধিক উদ্যোগ নেয়া হয়েছে কারা দপ্তরের পক্ষ থেকে। উৎকর্ষ বাংলার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সার্টিফিকেট কোর্সে ভর্তির আগ্রহ বেশি দেখা যাচ্ছে। জেল থেকে মুক্ত হওয়ার পর তারা যাতে কর্মজীবন শুরু করতে পারে তার জন্য এই আগ্রহ। দুজন মাস্টার ডিগ্রী কোর্সে পাস করেছে। সার্টিফিকেট করতে ভর্তি হয়েছিলেন বর্তমান শিক্ষাবর্ষে ৪৪ জন। তাদের মধ্যে ২৪ জন পাস করেছে। গ্রাজুয়েটে ১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে দুজন। বিধানসভায় কারামন্ত্রী অখিল গিরি বলেন, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে বন্দীদের।

মাস্টার ডিগ্রি – ২ জন পাস করেছে।
সার্টিফিকেট- ৪৪ জন পরীক্ষার্থী ছিল।২৪ জন পাস করেছে।
গ্রাজুয়েট- ১১ পরীক্ষার্থী ছিল। ২ জন পাশ করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট