কেন্দ্রীয় সরকার গত দুবছর ধরে এ রাজ্যের ১০০ দিনের কাজের শ্রমিকদের অর্থ দেয়নি। লক্ষ লক্ষ মানুষ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা না পেয়ে চরম দুরবস্থার মধ্যে রয়েছেন। এইসব গরীব মানুষদের বকেয়া টাকা মেটানোর জন্য কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার দেখা করেছেন। রাজ্যের একাধিক মন্ত্রী কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকে সঙ্গে দেখা করে কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত হয়েছে। তারপরেও এর রাজ্যের খেটে খাওয়া মানুষেরা বঞ্চিত হয়ে রয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বঞ্চিত সেই ২১ লক্ষ জব কার্ড হোল্ডার কে টাকা মেটাবে রাজ্য সরকার। রেড রোডে ডঃ বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূলের ধরনা মঞ্চ থেকে মমতা ঘোষণা করলেন আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে এইসব জব কার্ড হোল্ডারদের ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে যাবে।
বড় ঘোষণা মমতার, ২১ লক্ষ জব কার্ড হোল্ডারকে ২১ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মেটাবে রাজ্য
রবিবার,০৪/০২/২০২৪
429