মমতার হুঙ্কারে সুর নরম কংগ্রেসের, শুরু জোট নিয়ে তৎপরতা


বুধবার,৩১/০১/২০২৪
427

কংগ্রেসের থেকে সাড়া না পেয়ে মমতার ‘একলা চলো’ ঘোষণা। সেই পথেই ভগবন্ত মানের পঞ্জাব। মমতার ফর্মুলাতেই জোট চাইছেন সুপ্রিয়া সুলে, আদিত্য ঠাকরেরা। অধীরের জন্যই তৃণমূলের একলা চলো নীতি। অধীর চৌধুরীকে নিশানা করেছেন আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। ইন্ডিয়া জোট শরিকদের মধ্যে বাড়ছে কংগ্রেসের প্রতি ক্ষোভ। কোন পথে জোট ? দেখুন বিশেষ প্রতিবেদন।
দোড়গোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি ভোট চর্চাকে আরো বাড়িয়ে তুলেছে। রাম মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে একপ্রকার ভোটের দামামা বাজিয়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের এক ছন্নছাড়া চেহারা। ‘ইন্ডিয়া’র অন্যতম বড় দল কংগ্রেসের ভূমিকায় অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক শরিক দলের নেতারা।
তৃণমূলের পাশে আপ বাংলায় মমতার একলা চলো সিদ্ধান্ত তৃণমূলের পাশে কেজরিওয়ালের আপ বাংলা থেকে অধীর কাঁটা সরলেই জোট অধীরের জন্যই তৃণমূলের একলা চলো নীতি অধীর চৌধুরীকে নিশানা আপ মুখপাত্রের অধীর চৌধুরীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আম আদমি পার্টির সর্বভারতীয় মুখপাত্র তথা সাংসদ সৌরভ ভরদ্বাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতকে সমর্থন করে কংগ্রেসকে কড়া জবাব দিয়েছেন। পঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মমতার পথেই হাঁটার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জোট ইস্যুতে মমতার পাশে ‘ইন্ডিয়া’ জোটের বেশিরভাগ শরিক।
মমতার পাশে ‘ইন্ডিয়া’ শরিকর ‘প্রতিটি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আলাদা’ ‘বিজেপির বিরুদ্ধে মমতার ফর্মুলা সঠিক’
‘মমতার দেওয়া ৩০০-২৪৩ ফর্মুলাতেই জোট’ ‘এই ফর্মুলাতেই আসন সমঝোতা সম্ভব’ মন্তব্য শরদ-কন্যা সুপ্রিয়া সুলের ‘মমতা বন্দ্যোপাধ্যায় সিংহের মতো লড়াই করছেন’ ‘বিজেপিকে হারাতে নিজের শক্তি প্রমাণ করেছেন’ ‘বাংলায় মমতার শক্তি কী সেটা কংগ্রেসকে বুঝতে হবে’ মন্তব্য শিবসেনার উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য’র মমতার ‘একলা চলো’ ঘোষণার পরপরই ড্যামেজ কন্ট্রোলে কংগ্রেস হাইকমান্ড। মমতা ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ স্তম্ভ, মমতাকে ছাড়া জোট কল্পনা করতে পারি না, মন্তব্য জয়রাম রমেশের।
রাহুল গান্ধীর নির্দেশে অবশেষে কংগ্রেসের তৎপরতা । ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের পথ খোঁজা শুরু। জয়রাম রমেশ থেকে কে সি বেনুগোপাল – নেমেছেন আসরে। তবে কী মমতার ফর্মুলাতেই জোটের জট কাটবে? সময় কথা বলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট