শিবির বদলের পর মুখ খুললেন বিহারের মুখ্যমন্ত্রী। নিশানা করলেন পুরনো জোট সঙ্গী কংগ্রেস ও আরজেডিকে। জাতি গননা নিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ করলেন কড়া ভাষায়। বিহার উন্নয়নে বড় বাধা লালু প্রসাদ যাদব …. এমন গুরুতর অভিযোগ আনলেন নীতিশ কুমার।
ডিগবাজি খেয়েছেন নীতিশ কুমার। ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ-র ঘরে ফিরেছেন। তারপর সোচ্চার হলেন তার পুরনো জোট সম্পর্কে। একইসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে সরব হলেন। বিহারের উন্নয়নে বড় বাধা লালু প্রসাদের দল, অভিযোগ করলেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী বলেন ইন্ডিয়া জোট শক্তিশালী করার জন্য সব ধরনের চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত তা করে উঠতে পারেনি বলে বাধ্য হয়েই পুরনো জোটে ফিরলেন। নীতিশের নিশানায় রাহুল গান্ধী। এদিন নিতীশ কুমার বলেন তার সম্পর্কে রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তার কোন বাস্তবতা নেই। জাতি গণনা নিয়ে তিনি যে কথা বলছেন তা পূর্বেও কার্যকর করার চেষ্টা হয়েছিল। পূর্ব অভিজ্ঞতা ভালো নয়। এদিন নিতিশ বলেন তার একমাত্র লক্ষ্য বিহারের উন্নয়ন। আসি উন্নয়নের লক্ষ্যে তিনি পথ চলতে চান। সেই কারণেই পুরনো ঘরে ফিরে যাওয়া। নিতিশের এই বক্তব্যের করা সমালোচনা করেছেন আরজেডি ও কংগ্রেসের নেতৃবৃন্দ। তার বিরুদ্ধে সুবিধাবাদি রাজনীতির অভিযোগ এনেছেন তারা। নীতীশ কুমারের এই ডিগবাজি খাওয়া নিয়ে জাতীয় রাজনীতি সরগরম। বিজেপির বিরুদ্ধে যে শক্তিশালী ইন্ডিয়া জোট গড়ার পথ এগোচ্ছিল তা বড়সড় ধাক্কা খায়। আরজেডি ও কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নতুন করে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতিশ কুমার। তবে এই ডিগবাজি প্রথম নয়। এর আগে বেশ কয়েকবার শিবির বদল করেছেন নীতিশ। গত বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়লেও পরবর্তীতে তাদের সঙ্গ ছেড়েছিলেন। আবার লোকসভা ভোটের আগে সেই বিজেপির হাত ধরেছেন নীতিশ।
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…
কলকাতা, ১০ নভেম্বর ২০২৪: অ্যাবাকাস প্রশিক্ষণের অন্যতম শীর্ষ সংস্থা, এসআইপি অ্যাকাডেমি, কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে…