লালুকে নিশানা নীতীশের, আক্রমণ রাহুল গান্ধীকেও


বুধবার,৩১/০১/২০২৪
401

শিবির বদলের পর মুখ খুললেন বিহারের মুখ্যমন্ত্রী। নিশানা করলেন পুরনো জোট সঙ্গী কংগ্রেস ও আরজেডিকে। জাতি গননা নিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ করলেন কড়া ভাষায়। বিহার উন্নয়নে বড় বাধা লালু প্রসাদ যাদব …. এমন গুরুতর অভিযোগ আনলেন নীতিশ কুমার।

ডিগবাজি খেয়েছেন নীতিশ কুমার। ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ-র ঘরে ফিরেছেন। তারপর সোচ্চার হলেন তার পুরনো জোট সম্পর্কে। একইসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে সরব হলেন। বিহারের উন্নয়নে বড় বাধা লালু প্রসাদের দল, অভিযোগ করলেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী বলেন ইন্ডিয়া জোট শক্তিশালী করার জন্য সব ধরনের চেষ্টা করেছেন। এখনো পর্যন্ত তা করে উঠতে পারেনি বলে বাধ্য হয়েই পুরনো জোটে ফিরলেন। নীতিশের নিশানায় রাহুল গান্ধী। এদিন নিতীশ কুমার বলেন তার সম্পর্কে রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তার কোন বাস্তবতা নেই। জাতি গণনা নিয়ে তিনি যে কথা বলছেন তা পূর্বেও কার্যকর করার চেষ্টা হয়েছিল। পূর্ব অভিজ্ঞতা ভালো নয়। এদিন নিতিশ বলেন তার একমাত্র লক্ষ্য বিহারের উন্নয়ন। আসি উন্নয়নের লক্ষ্যে তিনি পথ চলতে চান। সেই কারণেই পুরনো ঘরে ফিরে যাওয়া। নিতিশের এই বক্তব্যের করা সমালোচনা করেছেন আরজেডি ও কংগ্রেসের নেতৃবৃন্দ। তার বিরুদ্ধে সুবিধাবাদি রাজনীতির অভিযোগ এনেছেন তারা। নীতীশ কুমারের এই ডিগবাজি খাওয়া নিয়ে জাতীয় রাজনীতি সরগরম। বিজেপির বিরুদ্ধে যে শক্তিশালী ইন্ডিয়া জোট গড়ার পথ এগোচ্ছিল তা বড়সড় ধাক্কা খায়। আরজেডি ও কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নতুন করে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতিশ কুমার। তবে এই ডিগবাজি প্রথম নয়। এর আগে বেশ কয়েকবার শিবির বদল করেছেন নীতিশ। গত বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়লেও পরবর্তীতে তাদের সঙ্গ ছেড়েছিলেন। আবার লোকসভা ভোটের আগে সেই বিজেপির হাত ধরেছেন নীতিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট