বহু মানুষের জীবনে দেখিয়েছেন দিশা। তাঁর পরামর্শ মেনে অনেক পরিবার আজ সুখী পরিবার। সেইসব মানুষেরা কলম ধরেছেন। তাঁদের লেখায় সমৃদ্ধ হয়ে উঠেছে ‘সাফল্য’। আর ফুটে উঠেছে মধুমিতা ভট্টাচার্যের অসীম ক্ষমতা। আর তাইতো বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়রা প্রশংসায় ভরিয়ে তুলেছেন তাঁকে। মোটিভেশনাল স্পিকার ও লাইফ কোচ হিসাবি মধুমিতা ভট্টাচার্য বহু মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যাদবপুরের কাটজুনগরে তাঁর প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠিত হল। আর সেই বর্ষপূর্তি অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। উপস্থিত হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রখ্যাত অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলার টিভি সিরিয়ালের পরিচিত মুখ অঙ্কিতা ব্রহ্ম। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। যেভাবে মধুমিতা ভট্টাচার্য মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। সংস্থার বর্ষপূর্তি উপলক্ষ্যে ও মধুমিতা ভট্টাচার্যের সাফল্যকে তুলে ধরে বই প্রকাশিত হয়। তাঁর হাত ধরে যারা আজ সুস্থ জীবনে ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদের কলমে সমৃদ্ধ হয়েছে ‘সাফল্য’। কলম ধরেছেন সুজাতা নাইয়া, বিপাশা পাত্র, মন্থন সাহা, ব্রততী পালরা। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও নিজেকে জড়িয়ে রেখেছেন মধুমিতা ভট্টাচার্য। দুস্থ দরিদ্র মানুষের পাশে বারবার দেখা গিয়েছে তাঁকে। তিনি বলেন, মানুষের পাশে থেকেই কাজ করে যেতে চান প্রতিনিয়ত।
DOCTOR EXTRA SOFT Doctor Ortho Slippers for Women.
₹399.00 (as of মঙ্গলবার,২৫/০২/২০২৫ ১৫:২৩ GMT +05:30 - More info)Pedigree Adult Dry Dog Food, Chicken & Vegetables, 3 kg, Contains 37 Essential Nutrients, 100% Complete & Balanced Food for Adult Dogs
₹693.00 (as of মঙ্গলবার,২৫/০২/২০২৫ ১৫:২৩ GMT +05:30 - More info)Dhoni 7 Chennai Yellow T-Shirt Jersey with Printed Logo Track Pants 2024/2025 (Men,Boys)
Now retrieving the price.
(as of মঙ্গলবার,২৫/০২/২০২৫ ১৫:২৩ GMT +05:30 - More info)