ফ্যাক্টর নন অধীর, বোঝালেন মমতা


শনিবার,২০/০১/২০২৪
526

অধীর চৌধুরীকে ফ্যাক্টর হিসেবে মনে করছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব কে নিয়ে বৈঠক করেন মমতা। বৈঠকে ছিলেন মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত দুই সাংসদ, সমস্ত বিধায়ক ও জনপ্রতিনিধিরা। বৈঠকে ছিলেন মুর্শিদাবাদ জেলার দলের দায়িত্বে থাকা বিভিন্ন নেতা নেত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বকসি, মুর্শিদাবাদ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব কে এক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর এদিনের বৈঠকে এক বিধায়ক অধীর চৌধুরী প্রসঙ্গ উত্থাপন করেন। বলেন জেলায় অধীর চৌধুরী একটি বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সবাই এক হয়ে লড়াই করলে কেউ কোন ফ্যাক্টর নয়। সমস্ত দ্বন্দ্ব বিবাদ মিটিয়ে একসাথে কাজ করতে হবে। জেলা সবকটি লোকসভা কেন্দ্রে জিততে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনের বৈঠকে হুমায়ুন কবিরকে সতর্ক করেন। দলনেত্রী বলেন যেখানে সেখানে মুখ খুললে চলবে না। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে। নিজেকে বড় মেনে নেতা মনে করলে চলবে না। মানুষের পাশে থেকে তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট