২১-এর জায়গায় এবার সভা করতে চাই নওসাদ সিদ্দিকী


বুধবার,১৭/০১/২০২৪
679

মঙ্গলবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নৌশাদ সিদ্দিকির দল। ISF-এর অভিযোগছিল , পুলিশ তাদের সভার অনুমতি দিচ্ছে না। অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। তারপর বুধবার ছিল শুনানি।
আগামী ২১শে জানুয়ারি ISF-এর প্রতিষ্ঠা দিবস। সেদিন, ভিক্টোরিয়া হাউজের সামনে সভা কর্মসূচি করতে চায় তারা। তাদের আবোদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষে মিলল অনুমতি। বিচারপতি প্রশ্ন করলেন, ‘অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয়? সমর্থক কমিয়ে, পুলিশ বাড়িয়ে ওখানেই সভা হোক’ । প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট