সাহিব শ্রী গুরু গোবিন্দ সিংহ জী 357 প্রকাশ পরাবের অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শহীদ মিনারে আয়োজিত শিখ সম্প্রদায়ের প্রকাশ পরাবে ধার্মিক অনুষ্ঠানে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল সহ শিখ সম্প্রদায়ের একাধিক মানুষরা। এদিন তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সম্বর্ধনা জানানো হয়। তিনি মাথা ঠেকে ধার্মিক আচারের সঙ্গে হালাওয়ার প্রসাদ ভোগ গ্রহণ করেন। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি গুরু গোবিন্দ সিংহ জী ছাড়া কারোর কাছে মাথা নত করেন না। এদিন বলে সনেহাল সাসরিয়ে কাল মন্ত্র যাব করে গুরু গোবিন্দ সিংহ জি প্রকাশ পরাব উৎসবে সামিল হন। তিনি বলেন যে আমার সব ধর্ম কে সম্মান করি। সবাই কে একসঙ্গে নিয়ে আমরা চলার কথা বলি। আমরা চাই আমাদের রাজ্যের সব ধর্মের মানুষ সুখ শান্তি এবং সমৃদ্ধির সঙ্গে থাকে। কারোর সঙ্গে কারোর কোনো বিভেদ যাতে না থাকে সেই প্রার্থনা গুরু গোবিন্দ সিংহ জি কাছে করি বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করে কথা ও বলেন। অনুষ্ঠানে শেষে তিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল কে নিয়ে বেরিয়ে আসেন।
সাহিব শ্রী গুরু গোবিন্দ সিংহ জী 357 প্রকাশ পরাবের অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার,১৭/০১/২০২৪
602