সোমনাথ গোপ : পাড়া, সাঁওতালদিহি থানার অন্তর্গত পাহাড়িগোড়া মোড়ের পাহাড়ে কয়েক দশক ধরে চলে আসছিল অবৈধ পাথর খনন, স্থানীয় বাসিন্দারা জানান বছর দুয়েক আগে পাহাড় ও পরিবেশ বাঁচাও নামে একটি সংগঠন তৈরি করে অবৈধ পাথর খনন রুখতে প্রাথমিক ভাবে প্রতিবাদ প্রতিরোধ করলেও কাজ হয়নি সেরকম ভাবে, ফলে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা করা হয়, হাইকোর্টের আবেদন করা হয় এলাকার প্রাকৃতিক সম্পদ প্রতিদিন লুঠ হয়ে যাচ্ছে অবৈধ পাথর কারবারিদের হাতে, তা ছাড়াও পাহাড়টিকে এলাকার মানুষ পাহাড় চন্ডী মাতা হিসাবে পুজো করে ফলে বিলুপ্তির মুখে থাকা পাহাড়টিকে ঘিরে ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করা হয়েছে। মামলার শুনানির পর কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে জেলা শাসক, বিডিও
সহ সরকারি পদস্থ কর্মকর্তাদের একটি দল গঠন করে পাহাড়টিকে সরজমিনে পরিদর্শন করে আদালতে রিপোর্ট দিতে বলে, সেইমতো আজ পাড়া ব্লকের বিডিও, সহকারী বিডিও, আই.ডি.ও, বি.এল.আর.ও সহ একাধিক আধিকারিক পরিদর্শন করেন পাহাড়টি, পাহাড় ও পরিবেশ বাঁচাও কমিটি দাবি করেন পুনরায় পাহাড়টিকে ভরাট করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য, পাড়া ব্লকের বিডিও নীলাঞ্জন সিনহা সংবাদ মাধ্যমকে জানান হাইকোর্টের নির্দেশে পরিদর্শন করতে এসেছিলাম, আমি আমার রিপোর্টে পাঠাবো
হাই কোর্টের নির্দেশে অবৈধ ভাবে পাথর খননের ফলে ধংসপ্রায় পাহাড় পরিদর্শন প্রশাসনের
বুধবার,১৭/০১/২০২৪
4345