এখনো ম্যাচিওর হয়নি রাহুল গান্ধী: শান্তনু ঠাকুর


সোমবার,১৫/০১/২০২৪
350

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। এদিন হুগলির জনাইয়ে বিকশিত ভারত সংকল্প সভায় যোগ দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানেই এই মন্তব্য করেন।
এদিন ডানকুনিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিআইএসএফের রুট মার্চ নিয়ে যে মন্তব্য করেন তার প্রেক্ষিতে শান্তনু ঠাকুর বলেন, উনি সাংসদ মন্তব্য করতেই পারেন তবে উনি ডিসিশন নিতে পারেন না কেন্দ্র সরকার যেটা ডিসিশন নেবে সেটাই হবে। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, আসছে লোকসভা অধিবেশনই হবে বাংলার বিজেপি সাংসদদের শেষ অধিবেসন ,শান্তনু ঠাকুর বলেন এবারে আমরা ৩৫ টি আসন পাব বাংলা থেকে শ্রীরামপুর লোকসভারও পরিবর্তন হতে পারে বলে পাল্টা কল্যাণকে খোঁচা দেন শান্তনু ঠাকুর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট