জেলায় জেলায় কোন হিংসার ঘটনা ঘটলেই রিপোর্ট দিতে হবে জাতীয় নির্বাচন কমিশন কে। প্রত্যেক সপ্তাহের আইন-শৃঙ্খলার রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশন কে দিতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দুপুরে ১টা থেকে। সেই বৈঠকেই এই নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বছরের শুরুতেই লোকসভা ভোট প্রস্তুতি নিয়ে জেলাশাসক দের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। নির্ভুল ভোটার তালিকা যাতে তৈরি হয় সেই বিষয়েও জেলাশাসকদের ফের সতর্ক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এর আগের নির্বাচনগুলিতে কোন জায়গায় হিংসা, কোন বুথে ৯০% এর বেশি ভোট, কোথায় কোথায় প্রাণহানির ঘটনা, তার তথ্য তৈরি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন বলেই সূত্রের খবর।তার ভিত্তিতে লোকসভা ভোটে তৈরি হবে রাজ্যের “স্পর্শকাতর অঞ্চল”। ভোট কেন্দ্র গুলোর কি পরিস্থিতি, নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী স্কুল গুলোর পরিকাঠামো ঠিকঠাক আছে নাকি তাও খতিয়ে দেখার নির্দেশ জেলাশাসকদের দেওয়া হল এদিনের বৈঠকে। প্রায় দেড় ঘন্টা জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।
লোকসভা ভোটের তৎপরতা জাতীয় নির্বাচন কমিশনের
বৃহস্পতিবার,০৪/০১/২০২৪
472