রাতের বিমানে কলকাতায় ফিরলেন সধবি নিরঞ্জন জ্যোতি


বৃহস্পতিবার,০৪/০১/২০২৪
746

প্রশ্ন : আপনি কলকাতায় এসেছেন কালীঘাট মন্দিরে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন আর কি কি কর্মসূচি আছে ?

উত্তর : দেখুন আমি এখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সাথে কথা বলতে এসেছি এছাড়াও চার লোকসভা দায়িত্বে আছি। আমার পশ্চিমবাংলার কার্যকর্তারা খুব উচ্ছ্বাসে আছে আর কেনই বা হবে না ২২ তারিখে রামলালা নিজের বাড়ি ফিরছেন পুরো দেশে দিওয়ালি মত আনন্দে আছে ২২ তারিখের আগে আমি এই উৎসবে শামিল হতে এসেছি

প্রশ্ন : বাংলায় দুর্নীতি নিয়ে এর আগেও আপনি বলেছেন এবার কি বলবেন ?

উত্তর : দেখুন আমি আজও বলছি যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনতুক ব্যবস্থা নিন আমি আজও দিতে রাজি কিন্তু জানিনা কেন করছে না মমতা দিদি অসুবিধায় তো এখানকার মানুষ পড়ছে এখানে সাধারণ মানুষ যারা কাজ করছে তাদের কিন্তু জানিনা দুর্নীতি হয়েছে হয়তো নিজের লোক দুর্নীতিতে যুক্ত আছে।

প্রশ্ন : এরকম কোন কিছু প্রমাণ আছে ?

উত্তর : আমার কাছে আছে। আমাদের আধিকারিক ও এখানকার আধিকার সম্মতি জানিয়েছে। মমতা দিদি গেছিল প্রধানমন্ত্রী সাথে দেখা করেছে। যা যা প্রয়োজন আমি দিতে রাজি

প্রশ্ন : রাজ্য সরকার বলছে টাকা দিচ্ছে না পয়সা আটকে রেখেছে ?

উত্তর : আমি আটকাইনি যা যা সমস্যা আছে সেগুলো আগে সমাধান করুক আমাদের দুজন আধিকারিক তৈরি হয়েছে আর রাজ্য সরকার দুজন আধিকারিক তৈরি করেছে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে তারা দেখবে তারপর সিদ্ধান্ত নেবে

প্রশ্ন : আপনি কি মনে করছেন দুর্নীতি হয়েছে

উত্তর : দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা কে বাংলা আবাস যোজনা করে দিয়েছে এটা হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট