সংসদে শেষ হল শীতকালীন অধিবেশন। লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই এই অধিবেশনে পাশ হয়ে গেল ন্যায়দন্ড সংহিতার তিনটি বিল। এই অধিবেশনে সংসদ হামলা নিয়ে সোচ্চার ছিল বিরোধীরা। পাঁচ দফায় সাসপেন্ড হন বিরোধীদের ১৪৬ জন সংসদ।
দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির মতামতকে উপেক্ষা করে কেন্দ্র লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই পাস করিয়ে নিয়েছে দন্ড সংহিতার তিনটি বিল। এই বিলগুলি পাশ করানোর মধ্য দিয়ে সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলো। এই সরকারের মেয়াদ আর কয়েক মাস পর শেষ হবে। তার আগে শেষ শীতকালীন অধিবেশন শেষ হয়ে গেল। এবার এই শীতকালীন অধিবেশনে একাধিক নজির তৈরি হল। বিশেষ করে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার ঘটনা। অধিবেশন চলাকালীন অতর্কিতে সংসদের মধ্যে ঢুকে পড়ে বহিরাগতরা। চলে তান্ডব। সংসদ হামলা নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধীরা। সেই দাবিতে অনড় থাকে তারা। কিন্তু কেউই বিবৃতি দেননি। বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কেন্দ্রের এই অনমনীয় মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হলে পাঁচ দফায় ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড হতে হয়। এই বিতর্কের মাঝেই প্রথমে লোকসভায় পাস হয় ন্যায় সংহিতা বিল। লোকসভার পর এবার প্রায় বিরোধীশূন্য রাজ্যসভায় দণ্ড সংহিতার তিনটি বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এই বিল পাস হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স প্লাটফর্মে লিখেছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। চলতি বছরেই সংসদের বাদল অধিবেশনের শেষদিনে ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই বিলগুলোকে সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির কাছে আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। কমিটির বৈঠকে শাসক-বিরোধী সংঘাতও তুঙ্গে উঠেছিল। এরপর শীতকালীন অধিবেশনে নতুনভাবে বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের দুই কক্ষেই তা পাশও হয়ে গেল।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…