মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য , দেশজুড়ে প্রতিবাদে সামিল তৃণমূল উত্তাপ রাজ্য বিধানসভাতেও

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। দিল্লি থেকে কলকাতা দেশের সর্বত্রই তৃণমূল প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদের ঝড় কেমন আছড়ে পড়েছে দিল্লির সংসদে তেমনি সেই ঝড় আছড়ে পড়েছে কলকাতায় বিধানসভাতেও। রাস্তায় নেমেও প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্য ক্ষমা চান। দাবি তৃণমূল নেতা নেত্রীদের। মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় এদিন প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। শুধু কলকাতা নয় রাজ্যের সর্বত্রই পথে নেমেছিল তৃণমূলের নেতাকর্মীরা। রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশনের শেষ দিনেও এই ইস্যুতে সরগরম হল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বিধাসভায় প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে নিন্দা সূচক প্রস্তাব আনেন। সে প্রস্তাব এনে শশী পাঁজা কেন্দ্রীয় মন্ত্রীর ওই ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেন। রাজ্যের মন্ত্রী বলেন বিজেপি সংস্কৃতি মহিলাদের অসম্মান করা অপমান করা। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেছেন কখনো দিলীপ ঘোষ করেছেন কখনো অন্যান্য নেতারা করেছেন। একজন মহিলা সম্পর্কে কি কথা বলা উচিত তা ওদের সংস্কৃতিতে নেই। শশী পাঁজা যখন সোচ্চার হয়েছেন তখন বিধানসভায় পাল্টা চিৎকার শুরু করে দেন বিজেপির বিধায়করা। আসুন ছেড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন বিজেপির বিধায়করা। পাল্টা তৃণমূল কংগ্রেসের বেঞ্চ থেকেও আওয়াজ ওঠে। স্লোগান পাল্টা স্লোগানে উত্তাপ ছড়ায় বিধানসভায়। ওয়েলে নেমে যান বিধায়করা, প্রতিবাদ জানাতে থাকেন। পরে বিজেপি বিধায়করা ওয়াক আউট করে বেরিয়ে আসেন অধিবেশন কক্ষ ছেড়ে। শশী পাঁজা বলেন, গিরিরাজ সিং যে ভাষা প্রয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তা তাদের মুখে আনতে রুচিতে বাধে। আর রাজ্য বিধানসভায় বিধায়করা কেন্দ্রীয় মন্ত্রীকে সমর্থন করে আদতে তারা মমতা বন্দ্যোপাধ্যায় কে অসম্মান করলেন। কেন্দ্রীয় মন্ত্রীর ওই অসম্মানজন কথাকেই সমর্থন করলেন বিজেপির বিধায়করা।

কলকাতার হাজরায় প্রতিবাদ মিছিলে শামিল ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলার তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় মন্ত্রীর ওই মন্তব্যের বিরুদ্ধে জোরালো আওয়াজ ওঠে মিছিল থেকে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যতক্ষণ না কেন্দ্রীয় মন্ত্রী ক্ষমা চাইছেন প্রতিবাদ চলবে দেশজুড়ে।

admin

Share
Published by
admin

Recent Posts

Barcode স্টিকার কিভাবে তৈরি করা হয় ?

Barcode স্টিকার তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ, তবে নির্ভর করে আপনি কিসের জন্য এটি বানাচ্ছেন—ব্যবসার…

47 minutes ago

দক্ষিণেশ্বরের পর কালীঘাট! নববর্ষের প্রাক্কালে স্কাইওয়াক উপহার, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বার্তা — “ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার”

কলকাতা, ১৪ এপ্রিল ২০২৫:নববর্ষের আগের দিনেই শহরবাসীকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর…

3 days ago

নিজের রাজ্যেই উদ্বাস্তু! মুর্শিদাবাদের ভয়াবহ ঘটনায় নিঃস্ব একাধিক পরিবার

মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল ২০২৫:এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। ভাত বসিয়েই কেউ দৌড়েছেন প্রাণ বাঁচাতে। রাতারাতি…

3 days ago

নববর্ষের সকালে পথে শুভেন্দু, চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত শোভাযাত্রা

নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী…

3 days ago

“আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না” — কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে…

3 days ago

মুর্শিদাবাদের পর ভাঙড়েও অশান্তির আগুন, গ্রেফতার ৮ জন

ভাঙড়: মুর্শিদাবাদে ঘটনার আঁচ না মিটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায়…

3 days ago