জাতীয় স্বাস্থ্য মিশনের টাকাও আটকে, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার


শনিবার,০২/১২/২০২৩
839

জাতীয় স্বাস্থ্য মিশনের টাকাও কেন্দ্র আটকে রেখেছে। অবিলম্বে সেই টাকা দেওয়া হোক। দাবি জানিয়ে প্রধানমন্ত্রী কে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যায় ভাবে রাজ্যের পাওনা টাকা আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে চিঠিতে। কেন্দ্রীয় সরকারের কাছে ফের একবার চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর। বকেয়া নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ- সহ একাধিক প্রকল্পে বকেয়া নিয়ে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে দিল্লি, এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিধানসভায় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল। তার মাঝেই দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চিঠিতে লিখেছেন, জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ আটকে রয়েছে। নির্দিষ্ট রঙ করার শর্ত দিয়ে টাকা আটকে রাখার অভিযোগ করে এই বরাদ্দ যাতে আটকে রাখা না হয়, তার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন বিজেপি গোটা দেশে গেরুয়াকরন করতে চাইছে। কোন রঙ করা হবে তাও বলে দিচ্ছ। বাধ্য করা হচ্ছে। রাজি না হলে টাকা আটকে রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলা হচ্ছে। অন্যায় ভাবে রাজ্যের বকেয়া টাকা দেওয়া হচ্ছে না।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যে বিজেপির পায়ের তলায় মাটি নেই। অমিত শাহের সভা ফ্লপ হয়েছে। ২৪-এর লোকসভা ভোটে বিজেপির ভরাডুবি হবে। সেটা বুঝতে পেরেই ভাতে মারার চেষ্টা করছে নরেন্দ্র মোদি সরকার। বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে না। এর জবাব বাংলার জনগন দেবে। দাবি রাজ্যের শাসক দলের

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট