বর্তমানে আগ্রাসী কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে কেন্দ্রীয় সরকার যে শ্রমিক বিরোধী নীতি লাগু করেছে তার বিরুদ্ধে আইএনটিটিইউসির নির্দেশ এবিএসই (অল বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ সেলস এক্সিকিউটিভ) সুর চড়িয়েছে। আগের শ্রম আইনে শ্রমিক সুরক্ষার জন্য ২৯ টা পৃথক আইন ছিল কিন্তু নতুন শ্রম আইনে সেগুলিকে ৪ টি শ্রমিক বিধ্বংসী কোডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১২৩২ টা সেকশন কে ছেঁটে ফেলে ৪৮৯ টা সেকশনে নামিয়ে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠতে চলেছে তাদের সংগঠন। আগামী রবিবার কলকাতার ভারত সভা হলে অনুষ্ঠিত হতে চলেছে সম্মেলন। এবিএসই-ফার্মাসিটিক্যাল এন্ড এফএমসিজি সংগঠনের সম্পাদক অরূপ ধাড়া জানিয়েছেন, রাজ্য সরকার এই কোড কে এখনো লাগু করতে দেয়নি এবং এই শ্রমিক বিধ্বংসী লেবার কোডের বিরুদ্ধে INTTUC র নেতৃত্বে ABASE এর সংগ্রাম চলছে। তিনি আরআরও বলেন, ফার্মাসিউটিক্যাল ও FMCG কোম্পানি গুলির হায়ার ম্যানেজমেন্টের চোখে চোখ রেখে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানই শ্রমিক সংগঠনের মূল লক্ষ্য। অরূপবাবু জানান ঐদিনের সম্মেলনে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সম্মেলন থেকে আগামী দিনে চলার রূপরেখা তৈরি করা হবে।
কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে ওঠার ডাক
শনিবার,০২/১২/২০২৩
740