জাতীয় সংগীত অবমাননা মামলায় আগামী ৪ ডিসেম্বর লালবাজারে তলব করা হল বিজেপি পাঁচ জন বিধায়ককে। বিজেপির পাঁচ বিধায়ককে তলব লালবাজারে। পাঁচ বিধায়ক হলেন শংকর ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, নীলাদ্রিশেখর দানা, দীপক বর্মন ও মনোজ টিগ্গা। সকাল সাড়ে দশটায় বিধায়ক মনোজ টিগ্গা, নীলাদ্রী শেখর দানা ও দীপক বর্মনকে লালবাজারে ডাকা হয়েছে। দুপুর ১:৩০ বাকি ২ জন বিজেপি বিধায়ক সুদীপ ভট্টাচার্য ও শংকর ঘোষকে দেখা করতে বলা হয়েছে।
আরও সাত বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে। তাঁরা হলেন তাপসী মন্ডল, বঙ্কিম ঘোষ, শিখা চ্যাটার্জি, শংকর ঘোষ, মালতি বরা রায়, পার্থসারথি চ্যাটার্জী, কৌশিক রায়। বিজেপি বিধায়কদের জাতীয় সংগীত অবমাননা নিয়ে শুক্রবারও সরগরম ছিল বিধানসভা। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে কড়া আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে পাগল বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী পুলিশ কর্তা বিনীত গোয়েলকে মুখ্যমন্ত্রীর চাকর বলে মন্তব্য করেন। বিরোধী দলনেতা বলে আদালতে যাবেন, হাইকোর্টে যাবেন। জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উড়িয়ে দেন তিনি। বিজেপির মুখ্যসচেতক মনোজ টিগ্গা বলেন, সেই সময় জাতীয় সংগীত হচ্ছিল বলে তারা শোনেননি। যদি তাদেরকে আগে থেকে বলা হত তারা আন্দোলন বন্ধ রাখতেন। লালবাজারে তলবের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে তারা লালবাজারে হাজিরা দেবেন কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি। মনস টিগ্গা বলেন, দল যে সিদ্ধান্ত নেবে সেই মতো চলবেন।
বিধানসভায় জাতীয় সংগীত অবমাননা, বিজেপির ৫ বিধায়ককে লালবাজারে তলব
শনিবার,০২/১২/২০২৩
748