পুরুলিয়ার ঐতিহ্য কাড়া লড়াইয়ের আসর


বৃহস্পতিবার,২৩/১১/২০২৩
3803

কাড়া অর্থাৎ মহিষ লড়াই-এর আসর সাঁওতালডিহি থানার ডুমুরডিহা গ্রামে, পুরুলিয়ার জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় এই কাড়া লড়াই, বুধবার ডুমুরডিহা গ্রামে কাড়া ও মোরগ লড়াই আসরে ভিড় জমায় এলাকার প্রচুর মানুষ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অমৃত মাহাতো বলেন মানভূম তথা পুরুলিয়ার ঐতিহ্য এই কাড়া লড়াই, লড়াইয়ে মাঠে যুযুধান দুই কাড়ার মধ্যে চলে বীরত্বের পরীক্ষা, পুরুলিয়া জেলার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ আদিমতম এই খেলা কাড়ার লড়াই

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট