শনিবার মরু-রাজ্যে নির্বাচন, ফ্যাক্টর হতে চলেছে জল সমস্যা


বৃহস্পতিবার,২৩/১১/২০২৩
295

রাজস্থান বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে জল সমস্য। আগামী শনিবার এই মরুরাজ্যে নির্বাচন। প্রধান দুই প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপি দুশ্চিন্তায় এই ইস্যুতে। রাজ্যের সাধারণ মানুষের অভিযোগ, স্বাধীনতার পঁচাত্তর বছর পরও জল সমস্যা দূর করতে পারিনি কোন সরকার। মহিলাদের দূর-দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করে আনতে হয়।

বিধানসভা নির্বাচনে তৃতীয় পর্বে শনিবার মরু রাজ্যে নির্বাচন। রাজস্থানের সাধারণ নাগরিকদের মন জয় করতে আসরে নেমেছে কংগ্রেস বিজেপি সহ প্রধান প্রধান সব রাজনৈতিক দলই। তবে উপেক্ষিত থেকে গেছে এরাজ্যের অন্যতম বড় সমস্যা জল ইস্যু। ভোটারদের একাংশের বক্তব্য, কর্মসংস্থান, নারী উন্নয়ন সহ অন্যান্য বিষয় রাজনৈতিক দলগুলি তুলে ধরলেও জল সমস্যা কিভাবে মেটানো যায় তার কোন কথা বলছে না। এই মরু রাজ্যে বহু গ্রামে শুধুমাত্র বৃষ্টির জলের উপরেই তাদের চাষাবাদ নির্ভর করে। সেচের কোন বন্দোবস্ত হয়নি। কোন রাজনৈতিক দল তা নিয়ে উচ্চবাচ্য করছে না। বহু এলাকায় এখনো পানীয় জলের সংকট রয়ে গিয়েছে। মহিলাদের কয়েক কিলোমিটার হেঁটে অনেক দূর থেকে পানীয় জল সংগ্রহ করে আনতে হয়। অথচ কোন রাজনৈতিক দলের ইস্তেহারে এই পানীয় জল সংকট বা চাষের জন্য জল সংকট কিভাবে মেটানো যাবে তার উল্লেখ নেই। বিধানসভা নির্বাচনে এই জল সমস্যা রাজনৈতিক দলগুলির কাছে অন্তরায় হয়ে উঠতে পারে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের পাখির চোখ এই পাঁচ রাজ্যের নির্বাচন। ইতিমধ্যেই ছত্রিশগড় মধ্যপ্রদেশ ও মিজোরামে নির্বাচন শেষ হয়েছে। শনিবার রাজস্থানের ভোটাররা তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। প্রধান প্রতিপক্ষ কংগ্রেস এবং বিজেপি। দুই প্রতিপক্ষই জল মাপছে এই জল সমস্যা তাদের কথাটা বেকায়দায় ফেলতে পারে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট