৩৭ এ পা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার জন্মদিন উপলক্ষে কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সকাল থেকেই ভিড় ছিল তৃণমূল কর্মীদের। বেলা যত গড়াতে থাকে কর্মী সমর্থকদের ভিড় বাড়তে থাকে। কেউ গোলাপ ফুল কেউবা কেক নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। দলের সমর্থকদের এই উন্মাদনায় আপ্লুত অভিষেক। কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে বেশ কয়েকবার ঘরের বাইরে বেরিয়ে আসেন তিনি। হাতে হাত মেলান অভিষেক।
গত কয়েক বছরে জাতীয় রাজনীতিতে নজর কেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির সদস্য তিনি। অভিষেককে ঘিরে বাংলার যুবসমাজ ও ছাত্রসমাজের নয়া স্বপ্ন রচিত হয়েছে। তৃণমূলের যুব সমাজের কাছে আইকন হয়ে উঠেছেন। তাঁর জন্মদিন বলে কথা। একদিকে কালীঘাটে তাঁর বাড়ির সামনে যেমন ভক্তদের ভিড় অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভবিষ্যতের জন্মদিন পালন করেন তৃণমূলের যুব সমাজের কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় দেখা যায় সেই ছবি।
গত মাসে দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করে কাঁপিয়ে দিয়েছেন বাংলার যুবরাজ। কেন্দ্রীয় মন্ত্রী দেখা করার সময় দিয়েও দেখা করেননি। প্রতিবাদে দলের নেতৃত্বকে নিয়ে ধরনা অবস্থান। ঘুম ছুটে যায় দিল্লি পুলিশের। কলকাতায় ফিরে রাজভবনের সামনে টানা অবস্থান। কেন্দ্রীয় সরকার বাধ্য হয় রাজ্যপালকে দিয়ে তৃণমূলের দাবি দেওয়া শুনতে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পরিণত। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে বিজয়ী সাংসদ। বিজেপির শীর্ষ নেতৃত্ব নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডারা কথায় কথায় আক্রমণ করেন অভিষেককে। কেন্দ্রীয় এজেন্সি ঘন্টার পর ঘন্টা নিজেদের দফতরে রেখে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা চালিয়ে যায়। সারাদিনের ধকল শেষে বাইরে বেরিয়ে সরব সোচ্চার হতে দেখা যায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে। বাংলার রাজনীতিতে এমন সাহসী নেতা খুব কমই দেখেছেন মানুষ। অভিষেকে ঘিরে দেয় মানুষের মনে এক নতুন জোয়ার এসেছে। বিশেষ করে যুব ও ছাত্র সমাজের মধ্যে। অভিষেকের জন্মদিন তাই এক অন্য মাত্রায এনেছে বঙ্গ রাজনীতিতে। মঙ্গলবার কলকাতায় কালীঘাটের সামনে সেই ছবি ধরা পড়ে বারে বারে। যুবরাজের মতই অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে মিশে যান কর্মীদের ভিড়ে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…