দিনভর পাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি


শনিবার,০৪/১১/২০২৩
2554

সোমনাথ গোপ:- রঘুনাথপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন ও পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী কর্মসূচি, রঘুনাথপুর দুই ব্লক তৃণমূল কার্যালয়ে ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় মাহাথা, ব্লক যুব সভাপতি এবং জেলা পরিষদ সদস্য অভিজিৎ মুখার্জি সহ দলীয় নেতৃত্বর উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করা হয়, এই সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতি সঞ্জয় মাহাথা বলেন কেন্দ্র সরকার প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে বাংলা কে বঞ্চিত করছে, রাজ্য সরকারের পাওনা ১০০ দিনের শ্রমিকদের মুজুরী সহ আবাস যোজনা টাকা কে রেখেছে, আমরা দলীয় নির্দেশে এই বঞ্চনা সরব হব, দলীয় নয় সাধারণ মানুষের আন্দোলনে পরিণত করব, অপর দিকে এদিন বিকেলে ঝাপড়া হাই স্কুল মাঠে পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সন্ধ্যারানী টুডু, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের কো কমেন্টর জয় ব্যানার্জি, সহ জেলা ও ব্লক নেতৃত্ব, সভা মঞ্চ থেকে জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন দলীয় পদাধিকারী থেকে জন প্রতিনিধি সকলকে বিজয়ার শুভেচ্ছা বার্তা সহ রাজ্য সরকারের জন কল্যাণ-মুখী প্রকল্পগুলির সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দিতে উদ্যোগী হওয়ার বার্তা দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট