দুর্গা পুজোর আয়োজন কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ভ্যাঙ্কুভার শহরে


বুধবার,১৮/১০/২০২৩
5040

সাগর পাড়েও পুজোর উন্মাদনা। দুর্গা পুজোর আয়োজন কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ভ্যাঙ্কুভার শহরে। প্রবাসী বাঙ্গালীদের আয়োজনে এই পুজোয় মেতে উঠবেন সেখানকার নাগরিকরা। পুজোর দিনগুলিতে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে।
দুর্গাপুজো এখন শুধু বঙ্গে সীমাবদ্ধ নয়। দেশ ছাড়িয়ে বিদেশ – দুর্গা পূজার আয়োজন সাত সমুদ্র তেরো নদী পাড়েও। গোটা বিশ্ব উৎসবের মেজাজে মেতে ওঠেন এই দুর্গোৎসবে। যেখানেই বাঙালির উপস্থিতি সেখানেই দুর্গাপুজোর আয়োজন। পুজোর কটা দিন পুজোর আয়োজনের মধ্য দিয়ে আনন্দ-উন্মাদনায় কাটিয়ে দেন বাঙালিরা। শুধু বাঙালি বললে ভুল হবে, সব ধর্মের অংশগ্রহণে দুর্গাপুজো এখন বিশ্বজনীন হয়ে উঠেছে। শীতপ্রধান দেশ কানাডায় বাঙালীর সংখ্যা নেহাত কম নয়। কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের কাছে রয়েছে ভ্যাঙ্কুভার শহর। এই শহরের বাঙালীদের সংগঠন ‘বংমিলান্তি’। এই বাঙালি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। কানাডার বিভিন্ন শহরে বহু বছর ধরে দুর্গাপুজোর আয়োজন হয়ে আসছে। ভ্যাঙ্কুভারের ডেল্টা অঞ্চলে দুর্গাপুজো এই আয়োজন নতুন। ইস্ট ডেল্টা কমিউনিটি হলে এই পুজোর আয়োজন করা হয়েছে।বংমিলান্তি সংগঠনের পক্ষ থেকে পুজো উপলক্ষে থাকছে নানা অনুষ্ঠান। থাকছে হরেক রকমের খাবারের স্টল। প্রবাসী বাঙালিরা উৎসবের দিনগুলিতে মেতে উঠবেন অনুষ্ঠানে। বঙ্গ সংস্কৃতি উঠে আসবে পুজোর মধ্য দিয়ে। প্রবাসী বাঙ্গালীদের এই সংগঠন সারা বছর ধরেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। জাঁকজমক ভাবে পালিত হয় পৌষ পার্বণ, দোল উৎসব। দুর্গা পুজোতেও এবার সেই বঙ্গসংস্কৃতির নানান দিক উঠে আসবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট