যুদ্ধের ভয়াবহতা বাড়ছে। ইজরায়েল-হামাস যুদ্ধে মৃতের সংখ্যাও হু -হু করে বাড়ছে। ইজরায়েল গাজা অবরুদ্ধ করে রেখেছে। জল, বিদ্যুৎ ও খাবার সরবরাহ একপ্রকার বন্ধ। হাসপাতালগুলোতে জ্বালানি ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে রাষ্ট্রসংঘ।
ইজরায়েল–হামাস যুদ্ধের দশ দিন পেরিয়ে গিয়েছে। দিন যত গড়াচ্ছে হুঙ্কার তত বাড়ছে। আক্রমণ পাল্টা আক্রমণ আরও তীব্রতর হচ্ছে। আর সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। হামলা পাল্টা হামলায় গাজায় এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।ইজরায়েলি হামলায় আহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গিয়েছে। গাজার সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩০০ জন প্যালেস্টাইনি মারা গেছেন। মৃতদের মধ্যে ৬৪ শতাংশই শিশু ও মহিলা। উল্লেখ্য, চলতি মাসের ৭ তারিখে ইজরায়েলে হামলা চালায় হামাস। ইজরায়েলের দুটি সেনা ঘাঁটি দখল করে নেয় হামাস। পাল্টা জবাবে গাজায় আক্রমণ শুরু করে ইজরায়েল। এই যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েল এখন গাজা অবরুদ্ধ করে রেখেছে। গাজা সিটি সহ উত্তর দিকের সমস্ত নাগরিককে সরে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েল বাহিনী। সেখানে জল, বিদ্যুৎ ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।জানা গেছে গাজায় এখন ২৪ ঘণ্টার জন্য জল, বিদ্যুৎ ও জ্বালানি অবশিষ্ট রয়েছে। পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের অবস্থান ও স্পষ্ট করতে শুরু করেছে। এর মধ্যেই সেখানকার হাসপাতালগুলোতে জ্বালানি ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে রাষ্ট্রসংঘ। গাজার বিভিন্ন হাসপাতালে যে পরিমাণ জ্বালানি আছে, তাতে কত দিন পরিষেবা দেওয়া সম্ভব তা নিয়ে চিন্তা বাড়ছে।
আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…
১০ জানুয়ারি ২০২৫ এর বই মেলা উপলক্ষে বাজারে এসেছে কবি এ কে সরকার শাওনের প্রথম…
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমের আবহাওয়া রইবে বিশেষভাবে পরিবর্তনশীল। পার্বত্য অঞ্চল ও…
রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল…
জাতীয় নির্বাচন কমিশন আজ দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে। দুপুর ২টায় এক সাংবাদিক সম্মেলনের…
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও ৬২…