রক্ত সংকট মেটাতে ও রোগী বাঁচাতে রক্ত দান শিবির, রঘনাথপুর-২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের


মঙ্গলবার,১৭/১০/২০২৩
1928

সোমনাথ গোপ: সামনেই বাঙালির অন্যতম শারদীয়া দুর্গোৎসব, তখনই প্রায় প্রতি বছর পুরুলিয়া জেলা জুড়ে দেখা যায় রক্তের সংকট, তাই এবার আগাম রক্ত সংকট মেটানোর লক্ষ্যে রঘুনাথপুর ২ নম্বর ব্লকের মৌতড় হাই স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করল ব্লক যুব তৃণমূল কংগ্রেস, ফিতা কেটে উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, ৫০ জন রক্তদাতা রক্তদান শিবিরে রক্তদান করেন, এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের জেলা সভাপতিরা, রঘুনাথপুর দুই ব্লক সভাপতি সঞ্জয় মাহাতা, রঘুনাথপুর দুই ব্লক তৃণমূল যুব সভাপতি ও জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী, পাড়া ব্লক সভাপতি উমাপদ বাউরী, রঘুনাথপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহ দলীয় নেতৃত্ব, রক্ত দান শিবির প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন সারা বছর আমরা জেলা জুড়ে রক্ত দান শিবিরের আয়োজন করে থাকি, দলীয় ভাবে তৃণমূল কংগ্রেস জেলায় যাতে রক্ত সংকট নিরসনে উদ্যোগী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট