রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে তৃণমূলের সদস্য দল রওনা দিয়েছেন দার্জিলিংয়ে


রবিবার,০৮/১০/২০২৩
1035

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে তৃণমূলের সদস্য দল রওনা দিয়েছেন দার্জিলিংয়ে। তিন সদস্য দলে আছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ ব্যানার্জি। রাজ্যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন চলছে। তৃণমূলের পক্ষ থেকে এই ইস্যুতে দিল্লি অভিযান হয়। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং দেখা করেননি তৃণমূল ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে। এমনকি কথা দিয়েও দেখা করেননি দপ্তরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল নির্দিষ্ট সময়ে কৃষিভবনে দেখা করতে গেলেও তিনি দেখা করেননি। উল্টে দিল্লি পুলিশ তৃণমূলের প্রতিনিধি দলকে আটক করে দূরবর্তী থানায় নিয়ে যায়। এর প্রতিবাদ জানাতে রাজ্যে রাজভবন অভিযান সংগঠিত হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে না থাকায় এবং কেন্দ্রের প্রতিনিধি হিসেবে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা না করার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে অবস্থান শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে এই অবস্থান চলছে। রাজ্যপাল দিল্লি থেকে শিলিগুড়ি এসে ফের দিল্লি ফিরে গিয়েছিলেন। কলকাতায় রাজভবনে আসেননি। তিনি দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছে। শনিবার তৃণমূলের তিন সদস্য তার ইচ্ছেকে সম্মান জানিয়ে দেখা করতে গেলেন। তবে তাঁরা প্রতিনিধি দল নন জানালেন মহুয়া মৈত্র। তৃণমূলের এই সাংসদ বলেন রাজ্যপাল যেহেতু দেখা করতে চেয়েছেন তাঁকে সম্মান জানাতেই তাঁরা দেখা করছেন। তবে কলকাতায় রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে গড়া প্রতিনিধন দেখা করবেন রাজ্যপাল সময় দিলে। মহুয়া মৈত্রের বক্তব্য থেকে স্পষ্ট এখনি তৃণমূলের অবস্থান উঠে যাচ্ছে না। যে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন রাজ্যপালকে তাদের সঙ্গে দেখা করতে হবে তবেই অবস্থান উঠবে। অবস্থানের তৃতীয় দিনেও হাজার হাজার মানুষ যোগ দেন রাজভবনের সামনে অবস্থানে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন মিছিল করে অবস্থানে আসেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট