চা চক্রে যোগ দিয়ে তৃণমূল ও অভিষেক কে নিশানা দিলীপ ঘোষের


সোমবার,০২/১০/২০২৩
431

যারা গান্ধীজীর জন্মদিনে দিল্লি গেছেন গান্ধীজীকে খুঁজতে, পশ্চিমবাংলায় গান্ধী আছেন? এরা পশ্চিমবাংলায় রাজনীতিকে বাংলার সমাজকে সবচেয়ে বেশি কলুষিত করছে এরা। গান্ধীজীর নাম আপনারা বদনাম করছেন। গান্ধীজিকে নিয়ে দোকান চালিয়েছেন আর চালাবেন না। মোদীজি গান্ধীকে দেশের সামনে তুলে ধরেছেন বলে দাবি দিলীপ ঘোষের। যারা দেশের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তারা দেশের জন্য কি করেছেন। মোদীজির জমানায় পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে, বন্দে ভারত তৈরি হয়েছে, রাম মন্দির হচ্ছে, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু তৈরি হয়েছে, এগুলি কারোর বাপের সম্পত্তি নয় এগুলি দেশের সম্পত্তি। দেশ তার জন্য গর্বিত। তৃণমূলের নেতারা যেসব কোটিকোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে সেগুলো কার বাপের টাকায় তৈরি। অভিষেক বন্দোপাধ্যায় আট দশ কোটি টাকার বাড়িতে থাকছেন কিভাবে, কার বাপের টাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট