দিল্লি যাত্রার ট্রেন বাতিল, কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার অভিষেক


শনিবার,৩০/০৯/২০২৩
482

বিশেষ ট্রেন চেয়েছিলাম। টাকা নিয়েও দেয়নি। রিলিট সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে বিজেপি। আর তাই ট্রেন বুকিং নেওয়ার পরও তা বাতিল করা হয়েছে। গরিব মানুষের ১০০ দিনের টাকার লড়াই তৃণমূল কংগ্রেস করছে। এই লড়াই চলতে থাকবে। তৃণমূলের কর্মসূচির দিনেই কেন ইডির তলব, প্রশ্ন তুললেন অভিষেক। দিল্লিতে সবার অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। রামলীলা ময়দানের অনুমতি মেলেনি। গ্রাম উন্নয়ন মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে চেয়েছিলাম, পুলিশ অনুমতি দেয়নি। বড়লোকের জন্য ট্রেন, আর গরিবের জন্য ট্রেন বাতিল করা হচ্ছে। তৃণমূলের কর্মসূচিকে ভয় পাচ্ছে বিজেপি। ৩০ তারিখ হাওড়া থেকে ওই ট্রেন রওনা দেওয়ার কথা। আর আগের দিন চিঠি দিয়ে জানাচ্ছে রেল বাতিল করার কথা। অভিষেক বলেন, আপনার ভরসায় বসে নেই, বিকল্প ব্যবস্থা হবে। দিল্লি থেকে বাংলার প্রাপ্য ছিনিয়ে আনব। বাংলার মানুষের আওয়াজ দিল্লিতে পৌঁছবেই। আগামীকাল বিকল্প ব্যবস্থা করব। যারা কলকাতায় এসে পৌঁছেছেন সকলকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে। এর জবাব দেবেন বাংলার মানুষ। ২৪শে লোকসভা নির্বাচনে আরও বেশি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট