শোভন রত্নার ডিভোর্স কেস উঠলো ডিস্ট্রিক্ট জর্জ এর ঘরে


বৃহস্পতিবার,২৮/০৯/২০২৩
448

আলিপুর এর ৬ ADJ court রুম বদল করে আজ শোভন রত্নার ডিভোর্স কেস উঠলো ডিস্ট্রিক্ট জর্জ এর ঘরে। রত্নার বক্ত্যব্য বিচার ব্যবস্থা র উপর শোভন বৈশাখী র আস্থা নেই তাই বারবার জজ সাহেবের ঘর চেঞ্জ করছে। ওনারা মনে করছেন জজ সাহেব আমার হয়ে কথা বলছে কিন্তু আমার আইন ব্যবস্থার উপর পূর্ণ বিশ্বাস আছে। রত্নার বক্তব্যের পরিপ্রেক্ষিতে শোভন চ্যাটার্জি বললেন রত্নার এই বক্তব্যের কোন গুরুত্ব আমার কাছে নেই। আইন আদালত কোর্টের উপর বিশ্বাস আছে বলে যা করার সেটা আমরা করছি। প্রথম জর্জ সাহেব কে গালিগালাজ করে এই কেস থেকে সরে যেতে বাধ্য করেছেন রত্না চ্যাটার্জি উনি ভুলে গেছেন সেটা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট