Confrontation between India and Pakistan
রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের। পাক অধিকৃত কাশ্মীর থেকে সরে যাক পাকিস্তান। আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ ভারতের। সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার।
রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারত। পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তান সরে যাক। অধিকৃত কাশ্মীর ছেড়ে দিক পাকিস্তান।রাষ্ট্রসংঘের সভায় ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট বলেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। জম্মু-কাশ্মীর ও লাদাখ নিয়ে কোনোভাবে পাকিস্তান যাতে নাক না গলায় সেই বার্তাও দিয়েছেন ভারতের প্রতিনিধি। পাশাপাশি সন্ত্রাস বন্ধে পাকিস্তানকে উদ্যোগী ভূমিকা নিতে বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ তুলেছিলেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার। এডি পাল্টা জবাব দিয়েছেন ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট। ভারতের প্রতিনিধি রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়ে অভিযোগ করেছেন পাক অধিকৃত কাশ্মীরে সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার চলছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা জঙ্গীগোষ্ঠীগুলি সেখানে ঘাঁটি তৈরি করেছে। সরাসরি সরকারের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করছে পাকিস্তান। এ বিষয়ে পাকিস্তানকে সতর্ক করেছেন ভারতের প্রতিনিধি। উল্লেখ্য, কাশ্মীর নিয়ে আনোয়ার উল হক কাকার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় কাশ্মীর সমস্যা প্রসঙ্গ টেনে এনেছিলেন। ভারতকে খোঁচা মেরে বলেছিলেন, কাশ্মীর সমস্যার সমাধান হলে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফিরবে। এ বিষয়ে পাল্টা জবাব দিয়েছেন ভারতের প্রতিনিধি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলার হুঁশিয়ারি দেনপেটাল গেহলট। পাল্টা পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানকে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে।
২০১৮ সালে কেকেআর দলে যখন রিঙ্কু সিং যোগ দিলেন, তাঁর জন্য ৮০ লক্ষ টাকা খরচ…
পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…
আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…
১০ জানুয়ারি ২০২৫ এর বই মেলা উপলক্ষে বাজারে এসেছে কবি এ কে সরকার শাওনের প্রথম…
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমের আবহাওয়া রইবে বিশেষভাবে পরিবর্তনশীল। পার্বত্য অঞ্চল ও…
রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল…