কলকাতায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১২ সেপ্টেম্বর সকালে কলকাতা থেকে দুবাই হয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় বিদেশ সফর সেরে শহরে ফিরে এলেন। কলকাতা বিমানবন্দর থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিবাচক সফর। বাংলার শিল্প বিকাশে বড় সাফল্য আসবে। মমতা বলেন, আপনারা জানেন বড় বড় চুক্তি হয়েছে।খুব ভালো বৈঠক হয়েছে। ফিকি ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বৈঠকগুলোর আয়োজন করেছিল। এত সফল আলোচনা তিনি খুব কম দেখেছেন। প্রবাসী বাঙালিরা এই মিটিং নিয়ে খুব খুশি। উল্লেখ্য, ১২ দিনের বিদেশ সফর শেষে কলকাতায় ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে বিদেশী লগ্নী আনার জন্যই তার এই বিদেশ সফর। অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ছিলেন তার সফর সঙ্গী।শুক্রবার মুখ্যমন্ত্রী একাধিক বৈঠক করেন লুলু গ্রুপের পাশাপাশি আরব আমিরশাহির বৈদেশিক বাণিজ্য দফতরের মন্ত্রীর সঙ্গেও। গুরুত্বপূর্ণ বৈঠক হয় একাধিক শিল্প গোষ্ঠীর সঙ্গেও। রাজ্যে আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তাদের আসতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। লুলু শিল্প গোষ্ঠীর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একাধিক দিশা তৈরি হয়েছে।
তার আগে মাদ্রিদের পর বার্সেলোনায় শিল্প সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। শিল্পদ্যোগীদের মন জয় করে নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শিল্প বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন। সেখানকার শিল্পদ্যোগীদের উদ্দেশ্যে মমতার বার্তা, বাংলা এখন ‘গেম চেঞ্জার’। বাংলা এখন বাণিজ্যে বসতে লক্ষ্মী। বিনিয়োগের সেরা গন্তব্য এখন বাংলাই। আসুন বাংলায় বিনিয়োগ করুন। পশ্চিমবঙ্গ এখন ইন্ডিয়াকে পথ দেখাচ্ছে। অর্থনৈতিকভাবে দেশের মধ্যে সেরা বাংলা। বিনিয়োগের জন্য সেরা শিল্পবান্ধব পরিবেশ এখন পশ্চিমবঙ্গেই রয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…