হাইকোর্টে স্বস্তি, অভিষেকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নয়


শনিবার,২৩/০৯/২০২৩
499

অবশেষে রক্ষা কবচ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। তাঁর বিরুদ্ধে যে সব প্রমাণ সামনে নিয়ে এসেছে ইডি তার গুরুত্ব দিতে নারাজ হাইকোর্ট। সেসব তথ্য কোনই জোরালো নয়। এক কথায় হাইকোর্টে মুখ পুড়ল ইডির। কোনও প্রমাণই নেই অভিষেকের বিরুদ্ধে। ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে আজ শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাফ জানিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে উল্লেখ করেছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর কোনও নতুন তথ্য জোগাড় করতে পারেনি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এই ক্ষেত্রে বলা হয়, প্রয়োজনে মামলা করেত পারেন অভিষেক। কলকাতা হাইকোর্টের বিচারপতিঅমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী অভিষেকের বিরুদ্ধে এফআইআর করতে পারে ইডি। সেই নির্দেশ খারিজ করার জন্যই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদন করা হয়।তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘এখনও পর্যন্ত ইডি যা যা অভিযোগ করেছে, তার উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করতে পেরেছে খুবই কম । ইডি মৌখিকভাবে অনেক কিছু দাবি করলেও তার কোনও প্রামাণ্য নথি ইডি দিতে পারেনি। একমাত্র সুজয়কৃষ্ণ ভদ্রর বয়ান ছাড়া আর কিছুই পেশ করতে পারেনি। এই প্রমাণও কতটা গ্রহণযোগ্য সেই নিয়েও কিছু সংশয় আছে। তাই প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে এই মুহূর্তে কোনও পদক্ষেপ নিতে পারবে না ইডি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট