বিজেপির হাতছাড়া হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েত


সোমবার,১৮/০৯/২০২৩
1188

বিজেপির হাতছাড়া হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েত। বিজেপির থেকে গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল। এই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনে ১৫ টি আসনের মধ্যে বিজেপি দখল করেছিল ৮ টি আসন। তৃণমূলের দখলে য়ায় ৭ টি। সংখ্যা গরিষ্ঠ হয় বিজেপি। বহু টালবাহান পরে গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। হঠাৎ ছন্দপতন বিশ্বকর্মা পুজোর দিন। বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা ধরলেন এক বিজেপি পঞ্চায়েত সদস্য। ইড়পালা গ্রাম পঞ্চায়েতের খাসবাড় বুথের বিজেপির জয়ী প্রার্থী রমা মন্ডল যোগ দিলেন তৃণমূলে। আর এতেই তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। বিজেপির সংখ্যা কমে দাঁড়াল সাত। বিজেপি থেকে আসা রমা মন্ডলের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশীষ হুদাইত সহ দলীয় নেতারা।উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি শংকর দোলই সহ জেলা তৃণমূলের নেতৃত্বরা। বিজেপির অভিযোগ ভয় দেখিয়ে তাদের সদস্যকে দলে টেনেছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট