২০ ঘন্টা পর উদ্ধার কেষ্টপুর খাল থেকে যুবকের দেহ


রবিবার,১৭/০৯/২০২৩
8627

দীর্ঘ কুড়ি ঘন্টা চেষ্টার পর শেষ পর্যন্ত উদ্ধার হল যুবকের দেহ। গতকাল সন্ধ্যায় এক যুবক কেষ্টপুর খালে ঝাঁপ দেয়। তার খোঁজে রাত থেকে শুরু হয়েছিল তল্লাশি। খালে নামানো হয়েছিল নৌকো, বোট। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যরা রাতভর চেষ্টা চালায় খুঁজতে। রবিবার বিকেলে খাল থেকে উদ্ধার হয় দেহ। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে উদ্ধার হয়েছে যুবকের সুইসাইড নোট। সুইসাইড নোটে সে লিখে গেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তার এক প্রতিবেশীকে উদ্দেশ্য করে বলে গেছে যে বাইকটা বাগুইআটি থানায় আটক করা রয়েছে সেই বাইকটি বৈধ কাগজপত্র দেখিয়ে যেন ছাড়িয়ে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে আরো খবর গৌতম মল্লিকের পরিবারে সম্পত্তিগত বিবাদ চলছিল তার বাবা মা মারা যাওয়ার পর থেকেই । তার বাবারা মোট চার ভাই । গৌতম মল্লিকের কাকা এবং জ্যাঠারা সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করে গৌতমকে এবং সেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাগুইহাটি থানায় বেশ কয়েকদিন আগে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তারপর তার বাড়ি থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটের থেকে পুলিশের প্রাথমিক ধারণা যে সম্পত্তিগত বিবাদের জেরেই মানসিক অবসাদ এবং তার জন্যই আত্মঘাতী হয়েছে গৌতম মল্লিক।
কেষ্টপুর লোহাপুল সংলগ্ন খালে নামানো হয় এনডিআরএফ টিম। তারা বডি তল্লাশির কাজ চালায়। পাশাপাশি ঘটনাস্থলে বাগুইআটি জোনের বিধান নগর পুলিশের ডিসি ঐশ্বর্য সাগর। দীর্ঘ ২০ ঘন্টা পর খাল থেকে উদ্ধার হল গৌতম মল্লিকের মৃতদেহ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট