প্রদেশ কংগ্রেসকে কড়া বার্তা রাহুলের, আসন সমঝোতায় জোর


শনিবার,১৬/০৯/২০২৩
655

কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথম কর্মসমিতির বৈঠকে বসলেন মল্লিকার্জুন খাড়গে। দুদিনের কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে হায়দ্রাবাদে। এই বৈঠকে পাঁচ রাজ্যের ভোটের রণকৌশল সাজাতে চলেছে কংগ্রেস। সেই সঙ্গে একের বিরুদ্ধে এক লড়াই নিশ্চিত করতে চাইছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে জোরদার প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। মল্লিকার্জুন খার্গে দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠকে বসলেন তিনি। শনিবার থেকে হায়দরাবাদে শুরু হল কংগ্রেসের কর্মসমিতির দু’দিনের বৈঠক। বৈঠকের দ্বিতীয়দিনে বর্ধিত কর্মসমিতির বৈঠক বসবে। রবিবার এই বর্ধিত সভায় হাজির থাকবেন সব রাজ্যের সভাপতি ও চার রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এছাড়াও বৈঠকে উপস্থিত হবেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধীসহ দলের শীর্ষ নেতা-নেত্রীরা। পাচ রাজ্যের ভোটে দলের রণকৌশল ঠিক হবে এই বইটাকে। পাশাপাশি ইন্ডিয়া জোটে নেওয়া বিভিন্ন প্রস্তাব কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়েও আলোচনা হওয়ার কথা। অভিন্ন ন্যূনতম কর্মসূচির প্রস্তাব ও জোট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দলের ভূমিকা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। কংগ্রেস সূত্রে খবর, বৈঠকে আসন বোঝাপড়ার উপর বিশেষ জোর দেওয়া হবে। একের বিরুদ্ধে এক লড়াই চাইছে কংগ্রেস নেতৃত্ব। কোন পথে সেই আসন বোঝাপড়া করা যায় তা ঠিক করতে কংগ্রেস নেতৃত্ব আলোচনা করবে। ২৪ এর বিধানসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ রাজ্যের ভোটে বিজেপিকে পর্যদুস্ত করতে পারলে ২৪ শে লোকসভা ভোটে এগিয়ে থেকে লড়াই করা সম্ভব বলে মনে করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। বিজেপিকে হারাতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রস্তাবকে মান্যতা দেওয়ার প্রক্রিয়া শুরু করল কংগ্রেস। কংগ্রেস সূত্রে খবর, একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শুরু করতে প্রদেশ সভাপতিদের নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। জোট জটিলতা কাটাতে কোন রাজ্য ব্যর্থ হলে সেক্ষেত্র হস্তক্ষেপ করবে এ আই সি সি। প্রয়োজন হলে তিনি নিজে হস্তক্ষেপ করবেন। কিন্তু ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে মুখোমুখি লড়াই এড়াতে হবে বলে কংগ্রেস কর্মসমিতির বৈঠকের আগেই রাজ্য নেতৃত্বকে বার্তা দিয়েছেন রাহুল গান্ধী।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট