রাজ্যপালের ‘এক তরফা সিদ্ধান্তের’ বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি, পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে


শুক্রবার,১৫/০৯/২০২৩
905

সোমনাথ গোপ:- রাজভবন, রাজ্য সরকার সংঘাত চরমে, শিক্ষা দপ্তর নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন, শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের সাথে রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্তে মতবিরোধ চরম পর্যায়ে, এই অবস্থায় রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির সামনে, অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে তৃণমূল ছাত্র পরিষদ, গতকাল পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
‘রাজ্যপালের স্বৈরাচারী পদক্ষেপ মানছি না, মানবো না’ স্লোগান তুলে
একটি অবস্থান বিক্ষোভে সামিল হয় পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ, এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটি আচার্য সংবাদ মাধ্যমের কাছে বলেন, রাজ্য ও কেন্দ্র পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে দুই রকম ভূমিকায় রাজ্যপাল, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিজের মতন গ্রহন করলেও রাজ্য সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে রাজ্যপাল জোরপূর্বক বেশ কিছু সিদ্ধান্ত রাজ ভবন থেকে চাপিয়ে দিচ্ছেন, আমরা তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট