কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে হাওড়া-রামপুরহাট অতিরিক্ত ট্রেন


বুধবার,১৩/০৯/২০২৩
638

কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মন্দিরে পুজো দিতে লক্ষ লক্ষ পুন্যার্থীর ঢল নামে। ভিড় সামাল দিতে একদিকে যেমন মন্দির কর্তৃপক্ষ হিমশিম খায় অন্যদিকে ট্রেনে টিকিট পাওয়া কঠিন হয়ে ওঠে। বহুদিন আগে বুক করেও কৌশিকী অমাবস্যার সময় টিকিট পাওয়া দুষ্কর। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে পূর্ব রেল হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আগামী ১৪ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ১৪,১৫ এবং ১৬ ই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত বিশেষ মেইল-এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। এই ট্রেনটি হাওড়া থেকে সকাল ৫.৪৫ মিনিটে ছেড়ে রামপুরহাটে সকাল ৯.৫০ মিনিটে পৌঁছাবে। এটি পুনরায় রামপুরহাট থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছাবে দুপুর ০৩:০৫ মিনিটে। এই বিশেষ ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা,বোলপুর এবং সাঁইথিয়াতেও দাঁড়াবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট