ধূপগুড়ির নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা ! মহকুমা ঘোষনা মমতার


সোমবার,১১/০৯/২০২৩
636

নির্বাচনী জনসভায় মহকুমা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জেতার দুদিন পরেই মহকুমা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৮ সেপ্টেম্বর শুক্রবার ধূপগুড়ির ফলাফল ঘোষিত হয়। মাঝে শনি ও রবি। সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নির্বাচনী প্রতিশ্রুতি মতো ধূপগুড়ি মহকুমা হচ্ছে। ধূপগুড়ি বিধানসভা এলাকা ছাড়াও বানারহাটের কিছু এলাকা এই নতুন মহকুমার অন্তর্ভুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষনায় খুশির হাওয়া ধূপগুড়ি জুড়ে। উল্লেখ্য, বিজেপির হাত থেকে এই বিধানসভা কেন্দ্রটি উপনির্বাচনে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিষ্ণুপদ রায় নির্বাচিত হয়েছিলেন। উপ নির্বাচনে তৃণমূলের নির্মল চন্দ্র রায় বিজয়ী হয়েছে। উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন তৃণমূলের প্রার্থী। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, তৃণমূলের এই জয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। অভিষেকের মাস্টারস্ট্রোক ধূপগুড়ি মহাকুমা ঘোষণা। তৃণমূল যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারে রেখেছিল তা বাস্তবায়িত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ধূপগুড়ি মহকুমা হচ্ছে। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। বানারহাটের কিছু অংশ নিয়ে হবে ধূপগুড়ি মহকুমা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট