সোমনাথ গোপ:- করোনা মহামারীর সময়কাল থেকেই শুরু হয়েছে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট, আর তাই রক্তের সংকট মেটাতে উদ্যোগী এবার তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন, আই এন টি টি ইউ সি 505 বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়ীজ ইউনিয়ন, আজ সাঁওতালডিহি টাউনশিপ কো অপারেটিভের অডিটরিয়ামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, রঘুনাথপুর সুপার স্পেস্যালিটি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এদিন ৫৫ জন রক্ত দাতার রক্ত সংগ্রহ করেন, এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়ীজ ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক অরিজিৎ দত্ত, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়ীজ ইউনিয়নের সহকারি সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সাংগঠনিক সাধারণ সম্পাদক অমরেন্দু পর্বত, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রর জেনারেল ম্যানেজার অলোক ঘোষ, সহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব, অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ কর্মীরা, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়ীজ ইউনিয়ননের সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র ইউনিট সম্পাদক সোমনাথ চাঁদ জানান, সমাজের স্বার্থে আমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ, জেলার মুমূর্ষ রোগীদের যাতে আগামী দিনে রক্ত সংকট না হয় তার জন্য আমাদের সংগঠনের এই উদ্যো
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃণমূল এমপ্লয়ীজ ইউনিয়নের বিভাগীয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান শিবির
সোমবার,১১/০৯/২০২৩
787