মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও রাজ্যপাল ইচ্ছেমতন নিয়োগ করে চলেছেন উপাচার্য। এবার মধ্যরাতে নিয়োগ করা হলো কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। এদিকে আগামী ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়েছে।
রাজ্য সরকারকে অন্ধকারে রেখে বিশ্ববিদ্যালয় গুলিতে একের পর এক উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়মের তোয়াক্কা না করে একতরফাভাবে রাজ্যপাল সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ। শিক্ষা জগতের সঙ্গে কোন রকম সম্পর্ক নেই এমন ব্যক্তিদেরও উপাচার্য পদে বসিয়েছেন রাজ্যপাল। যা নিয়ে কড়া আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিট ফর ট্যাট’ নীতি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বার্থে তিনি রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন বলেও হুঁশিয়ারি দেন। কোনও বিশ্ববিদ্যালয় রাজ্যের নির্দেশ না মেনে রাজ্যপালের নির্দেশ মেনে চললে আর্থিক অবরোধ তৈরি করবে রাজ্য সরকার। এই হুশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। এই আবহের মাঝেই ফের মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ। আবার নিয়মের তোয়াক্কা না করে রাজ্য সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন। অধ্যাপক কাজল দে–কে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের নিয়োগপত্র দিয়েছেন রাজ্যপাল। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের শিক্ষা দপ্তর।রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন, উপাচার্যের কথাই শুনে চলতে হবে।আগামী ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের চিঠি পাঠানো হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। আগামী ৮ সেপ্টেম্বর রেজিস্টারদের বৈঠকে রাজ্য কি বার্তা দেয় এখন সেটাই দেখার।
সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…
ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…
বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…
প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…