মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও রাজ্যপাল ইচ্ছেমতন নিয়োগ করে চলেছেন উপাচার্য। এবার মধ্যরাতে নিয়োগ করা হলো কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। এদিকে আগামী ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়েছে।
রাজ্য সরকারকে অন্ধকারে রেখে বিশ্ববিদ্যালয় গুলিতে একের পর এক উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়মের তোয়াক্কা না করে একতরফাভাবে রাজ্যপাল সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ। শিক্ষা জগতের সঙ্গে কোন রকম সম্পর্ক নেই এমন ব্যক্তিদেরও উপাচার্য পদে বসিয়েছেন রাজ্যপাল। যা নিয়ে কড়া আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিট ফর ট্যাট’ নীতি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বার্থে তিনি রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন বলেও হুঁশিয়ারি দেন। কোনও বিশ্ববিদ্যালয় রাজ্যের নির্দেশ না মেনে রাজ্যপালের নির্দেশ মেনে চললে আর্থিক অবরোধ তৈরি করবে রাজ্য সরকার। এই হুশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। এই আবহের মাঝেই ফের মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ। আবার নিয়মের তোয়াক্কা না করে রাজ্য সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন। অধ্যাপক কাজল দে–কে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের নিয়োগপত্র দিয়েছেন রাজ্যপাল। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের শিক্ষা দপ্তর।রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন, উপাচার্যের কথাই শুনে চলতে হবে।আগামী ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের চিঠি পাঠানো হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। আগামী ৮ সেপ্টেম্বর রেজিস্টারদের বৈঠকে রাজ্য কি বার্তা দেয় এখন সেটাই দেখার।
চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…
গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…
তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…
জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…
কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…