সোমনাথ গোপ:– সাঁওতালডি শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের মেন গেট থেকে ভোজুডি কোল ওয়াসারি হয়ে নবগ্রাম গোয়াই নদী ব্রিজ পর্যন্ত প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল, বর্ষার শুরুতে গর্ত সহ রাস্তার পিচের আবরণ উঠে কাদামাটিতে ভর্তি, রাস্তাটি নিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী, অপরদিকে রাস্তার মালিকানা নিয়ে দড়ি টানাটানির খেলা সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র, বিসিসিএল ভোজুডি কোল ওয়াসারি, এবং রেল, তাই আরো বেশি করে রাস্তা সংস্কার নিয়ে জটিলতা সৃষ্টি হয়, তবে রাস্তাটির সংস্কার নিয়ে পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী একাধিকবার একাধিক দপ্তরে চিঠি লেখেন, সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ, বিসিসিএল ভোজুডি কোল ওয়াসারি, এবং সদ্য রেলমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে দ্রুত রাস্তা সংস্কারের আবেদন করেন। কয়েকদিন আগে আদ্রা ডি.আর.এম অফিসে রাস্তা সংস্কারের বিষয়ে বৈঠকে বসেন পুরুলিয়ার লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী, অবশেষে আজ ভুজুডি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন রেল অধিকর্তা সরজমিনে রাস্তাটির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন, সাথে ছিলেন বিধায়ক ও স্থানীয় জনগণ, রাস্তাটি পরিদর্শনের পর ভজুডি ডিআরএন পদমর্যাদার অধিকারিক জানান
বি সি সি এল ও সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ, যৌথ আলোচনায় সংস্কার করা হবে দ্রুত।
স্থানীয় বাসিন্দা গোপাল চৌধুরী, চন্দন বাউরী, সোমনাথ দাস, রবিলোচন মাহাতোরা জানান আমরা রাস্তাটি নিয়ে খুব সমস্যায় রয়েছি, এলাকার উন্নয়নের স্বার্থে অতি দ্রুত রাস্তাটির সংস্কার করা হয় রেল কর্তার কাছে আমরা সেই আবেদন করেছি। এই প্রসঙ্গে বিধায়ক নদীয়ার চাঁদ বাড়ি বলেন রেলমন্ত্রীকে চিঠি দেয়ার পর ও ডি.আর.এম এর সাথে বৈঠকের পর রেল কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতের জন্য উদ্যোগী হয়েছে, রাস্তাটি যাতে দ্রুত সারাই করা হয় সেই কথা হয়েছে রেল কর্তার সাথে।
Bon Organik Unisex My First Holi Bodysuit Baby
₹299.00 (as of সোমবার,১০/০৩/২০২৫ ১৫:২৪ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)(Refurbished) Lenovo Thinkpad Laptop T480 Intel Core i7 8th Generation - 8550u Processor 16 GB Ram & 512 GB SSD, 14 Inches Notebook Computer
Now retrieving the price.
(as of সোমবার,১০/০৩/২০২৫ ১৫:২৪ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)