আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে “জওয়ান”


বুধবার,৩০/০৮/২০২৩
386

আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাকশন ও বিনোদনে ভরপুর শাহরুখ খানের নতুন ছবি জওয়ান। বলা বাহুল্য, ভক্তদের মধ্যে উত্তেজনার পাড়দ চড়চড়িয়ে বাড়ছে! সেই আগুনে আরও একটু ঘি ঢালতে বড় ‘চমক’ দিলেন বাদশা!

কিং খান ট্যুইটারে ফ্যানেদের উদ্দেশ্য করে এসআরকে-র উদাত্ত আহ্বান, ” জওয়ান-এর জশন আপনাদের সঙ্গে পালন করব না, তা হয় নাকি? আমি আসছি বুরজ খালিফা। ৩১ অগাস্ট, রাত ৯টায়। আমার সঙ্গে ‘জওয়ান’ উদযাপন করুন। যেহুতু সবথেকে সুন্দর অনুভূতি ভালবাসা, তাই এদিন সেজে উঠুন ভালবাসার রং-এ, লাল রং-এ। ”

জেনে রাখা দরকার সংযুক্ত আরব আমিরশাহি ও আমেরিকায় শুরু হয়ে গিয়েছে ‘জওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং। আমেরিকায় মোট ৩৬৭টি জায়গায় মোট ১৬০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ইতিমধ্যেই প্রথম দিনের শোয়ের জন্য বিক্রি হয়ে গিয়েছে প্রায় ৯৭০০-র বেশি টিকিট। অগ্রিম বুকিংয়েই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। এখনও ছবির মুক্তির এক সপ্তাহ বাকি। সেপ্টেম্বরে ছবিমুক্তির আগে সেই অঙ্ক ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই ধারণা এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট